বেঞ্চ সংকটে ফ্লোরে বসেই ক্লাস করছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ও ড. এম ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবন ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, কয়েক মাস আগে মেগা প্রজেক্টের আওতাধীন এ ভবন দুটির ঊর্ধ্বমুখী সম্প্রসারণ সম্পন্ন হয়েছে। কিন্তু পর্যাপ্ত চেয়ার-টেবিল ও বেঞ্চ সংকটের কারণে ফ্লোরে বসেই ক্লাস করতে হচ্ছে কয়েকটি বিভাগের শিক্ষার্থীদের।
ফার্মেসি বিভাগের শিক্ষার্থী মেহজাবিন স্নিগ্ধ্যা বলেন, ‘ক্লাসরুম সংকট তো রয়েছেই। তার ওপর বসার জন্য বেঞ্চ নেই। মাঝে মধ্যে কিছু পরীক্ষাও আমাদের ফ্লোরে বসে দিতে হচ্ছে, যা খুবই অসুবিধাজনক।’
ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজম্যান্ট বিভাগের শিক্ষার্থী আরোশি আঁখি বলেন, ‘শীতের মধ্যেও ঠান্ডা ফ্লোরে বসে ক্লাস করতে হচ্ছে। অনেকেই অসুস্থ রয়েছেন যাদের নিচে বসতে কষ্ট হয়। কিন্তু কিছুই করার নেই আমাদের। বিষয়টির দ্রুত সমাধান হওয়া উচিত।’
এ বিষয়ে ফার্মেসি বিভাগের সভাপতি অর্ঘ্য প্রসূন বলেন, আমাদের সংকটের কথা বারবার প্রশাসনকে জানিয়েছি। আমাদের শিক্ষক-কর্মচারী সংকটও রয়েছে। কোনো ল্যাব সহকারী নেই। এতে বিভাগের শিক্ষা কার্যক্রমে বেশ জটিলতা সৃষ্টি হচ্ছে।
আসবাবপত্রের টেন্ডার ও সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মুন্সি শহিদ উদ্দিন মো. তারেক বলেন, দুই মাস আগেই আসবাবপত্রের অর্ডার দেওয়া হয়েছে। আশা করি খুব শিগগির এগুলো পৌঁছে যাবে। তখন এ ধরনের সংকট কেটে যাবে।