বইমেলায় পাঠক কম, দর্শনার্থী বেশি - দৈনিকশিক্ষা

বইমেলায় পাঠক কম, দর্শনার্থী বেশি

ঢাবি প্রতিনিধি |

গেল দু’দিনের সাপ্তাহিক ছুটি শেষে অমর একুশে বই মেলার পঞ্চম দিনে পাঠকের তুলনায় দর্শনার্থী সংখ্যা বেশি ছিলো। দর্শনার্থী আসছেন, নেড়ে-চেড়ে বই দেখে ছবি তুলে চলে যাচ্ছেন। এমনটাই অভিযোগ বিক্রেতাদের। 

রোববার বিকেল ৩টা থেকে মেলা শুরু হলে লোক সমাগম সেভাবে না থাকলেও বেলা বাড়ার সাথে সাথে লোক সমাগমও বৃদ্ধি পেতে থাকে। তবে দর্শনার্থী থাকলেও পাঠক অনেক কম দাবি অধিকাংশ স্টলের বিক্রেতাদের।

চারুলিপি প্রকাশনের বিক্রয়কর্মী গোলাম কাদের দৈনিক শিক্ষাডটকমকে বলেন, দর্শনার্থীদের সমাগম হচ্ছে। গত দু’দিনের তুলনায় অনেক কম আজকে। তবে দর্শনার্থীদের সংখ্যায় পাঠক কম। দর্শনার্থী আসছেন, ছবি তুলছেন চলে যাচ্ছেন। তবে মনে হয় চার-পাঁচ দিন পর পাঠক বাড়বে বলে মনে হচ্ছে।

এবারের মেলায় শহীদুল্লাহ কায়সার, জাহানারা ইমাম, শামসুল হক, উপেন্দ্রনাথ কিশোর রায়ের চিরকালের সেরা কিশোর উপন্যাস বেশ ভালো বিক্রি হচ্ছে জানান চারুলিপি প্রকাশনের বিক্রয়কর্মী কাদের।

অবসর প্রকাশনী বিক্রয়কর্মী আবদুল্লাহ আল নোমান দৈনিক শিক্ষাডটকমকে বলেন, শুক্রবার-শনিবার বেশ ভালো বিক্রি হয়েছে। আজ লোকসমাগম কম, সেই দিকে যতটুক লোকসমাগম হয়েছে তার তুলনায় পাঠক অনেক কম। বই বিক্রি প্রসঙ্গে জানতে চাইলে নোমান বলেন, মুহাম্মদ ইব্রাহীমের বিষ কাঁটালি, অনুবাদ শয়তানের উপাখ্যান তুলনামূলক পাঠকদের ভাল সাড়া পাওয়া যাচ্ছে।

তবে পাঞ্জেরি প্রকাশনীতে তুলনামূলক বেশি ভীড় দেখা গেছে। সেখানে বেশির ভাগ ক্রেতাই শিশু-কিশোররা। পাঞ্জেরি প্রকাশনীর বিক্রয়কর্মী সাব্বির খান দৈনিক শিক্ষাডটকমকে বলেন, গত দু’দিন পাঠকের তুলনায় আমাদের দর্শনার্থীদের যে ফ্লো ছিল তা ভাল ছিল না। তবে লোকসমাগমের আজ যে ফ্লো, তাতে বিক্রি বেশ সমনাতুপাতিক মনে হচ্ছে।

খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে এবারের বইমেলা থেকে এসেছেন আদনান হোসেন। আদনান বলেন, এখন পর্যন্ত বাংলা একাডেমির অনুবাদ পত্রিকা নেয়া হয়েছে। সামনে আরও কিছুদিন আছি, পছন্দের কিছু বই কিনে ফেলব।

এদিকে উত্তরবঙ্গের জেলা দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মেলায় এসেছেন জাকিরুল ইসলাম। তিন দিন ধরে মেলা ঘুরেছেন, কিনেছেন পছন্দের বিভিন্ন লেখকের বই। জাকিরুল দৈনিক শিক্ষাডটকমকে জানান, এর আগেও বেশ কয়েকটি বই কেনা হয়েছে। আজ আরণ্যক, শেষের কবিতা ও আদর্শ হিন্দু হোটেল কেনা হয়েছে। দাম প্রসঙ্গে জানতে চাইল জাকিরুল জানান, সাধ্যের মধ্যেই ছিলো। খুব বেশি মনে হয়নি। 

নতুন বই

মেলার পঞ্চমদিনে আজ নতুন বই এসেছে ৭৩টি। গল্প ৪টি, উপন্যাস ১৪টি, প্রবন্ধ ১২টি, কবিতা ১২টি, গবেষণা ১টি, ছড়া ১টি, শিশুসাহিত্য ২টি, জীবনী ৪টি, মুক্তিযুদ্ধ ১টি, বিজ্ঞান ১টি, ভ্রমণ ৪টি, ইতিহাস ৭টি, রাজনীতি ১টি, চিকিৎসা-স্বাস্থ্য ১টি, অনুবাদ ১টি, সায়েন্স ফিকশন ১টি এবং অন্যান্য ৭টি বই নতুন এসেছে।

আগামীকালের সময়সূচি ও আলোচনা অনুষ্ঠান :

আগামীকাল অমর একুশে বইমেলার ষষ্ঠ দিনে ৬ ফেব্রুয়ারি (সোমবার) মেলা বিকেল ৩টা থেকে শুরু হয়ে চলবে ৯টা পর্যন্ত।

এদিকে বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে স্মরণ: কাজী রোজী এবং স্মরণ : নিশার হাশেম শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এতে প্রবন্ধ উপস্থাপন করবেন নাসির আহমেদ এবং তপন রায়। আলোচনায় অংশগ্রহণ করবেন আসলাম সানী, শাহেদ কারোস, আনিসুর রহমান এবং শাহনাজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অসীম সাহা।

৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ - dainik shiksha ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ ‘ভুয়া প্রতিষ্ঠাতা’ দেখিয়ে কলেজ সভাপতির প্রস্তাব দিলেন ইউএনও - dainik shiksha ‘ভুয়া প্রতিষ্ঠাতা’ দেখিয়ে কলেজ সভাপতির প্রস্তাব দিলেন ইউএনও বেরোবি শিক্ষক মনিরুলের নিয়োগ বাতিল - dainik shiksha বেরোবি শিক্ষক মনিরুলের নিয়োগ বাতিল এমপিও না পাওয়ার শঙ্কায় হাজারো শিক্ষক - dainik shiksha এমপিও না পাওয়ার শঙ্কায় হাজারো শিক্ষক কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক জাল সনদে শিক্ষকতা করা আরো ৩ জন চিহ্নিত - dainik shiksha জাল সনদে শিক্ষকতা করা আরো ৩ জন চিহ্নিত এসএসসি ২০২৫ খ্রিষ্টাব্দের ফরম পূরণের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি দেখুন - dainik shiksha এসএসসি ২০২৫ খ্রিষ্টাব্দের ফরম পূরণের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি দেখুন কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0028860569000244