গাইবান্ধার সুন্দরগঞ্জে মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদ হোসেন মন্ডলসহ মাধ্যমিক পর্যায়ের সাড়ে ১১ হাজার বই চুরির ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলা সচেতন নাগরিক সমাজের আয়োজনে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে পৌর শহরের বঙ্গবন্ধু ম্যুরাল চত্বর থেকে বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা পরিষদ চত্বরে অবস্থান নেয় বিক্ষোভকারীরা।
এসময় শিক্ষা অফিসারের ছবি সম্বলিত পোস্টার ঝাড়ু দিয়ে পেটানোর পর আগুন ধরিয়ে দিয়ে প্রতিবাদ করে।
এসময় বক্তব্য রাখেন, সুন্দরগঞ্জ সচেতন নাগরিক সমাজের সভাপতি প্রভাষক মাসুদুর রহমান প্রামাণিক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাজেদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, গোলাম কবির মুকুল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আহসান হাবীব মাসুদ, উপজেলা জাসদের সাবেক সভাপতি মুসলিম আলী মাস্টার, জেলা ওয়ার্কার্স পার্টির সাবেক সভাপতি বীরেন সরকার মিন্টু, প্রমূখ।
এসময় বক্তারা দাবি করেন, বই চুরির এই ঘটনায় শিক্ষা অফিসার মাহমুদ হোসেন মন্ডল পরোক্ষভাবে জড়িত। তবে তিনি এসব বই চুরির ঘটনার দায় এড়াতে বাদি হয়ে থানায় মামলা করেন। ২০১৩ খ্রিষ্টাব্দে যোগদানের পর থেকে মাহমুদ হোসেন নানা অনিয়ম-দুর্নীতি করে আসছেন। বই চুরির ঘটনায় মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদ হোসেনকে মামলায় অর্ন্তভুক্ত করে গ্রেফতারের পাশাপাশি চাকরি থেকে অপসারণের দাবি জানান বক্তারা। অন্যথায় আরও বড় ধরনের কর্মসূচি ঘোষণার হুশিয়ারি দেন তারা।
প্রসঙ্গত, গত রবিবার (১৫ জানুয়ারি) রাতে সুন্দরগঞ্জ থেকে ট্রাকভর্তি সরকারি বইগুলো আটক করে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ। এ ঘটনায় ট্রাকের চালক শ্যামল, তার ভাই রাসেল ও অফিস সহায়ক মাজেদুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। পাচার করা ট্রাকভর্তি প্রায় সাড়ে ১১ হাজার বইয়ের অনুমানিক বাজার মুল্য পাঁচ লাখ টাকা।