বিভিন্ন সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে কর্মরত ১৩২ জন কর্মচারীর বকেয়া টাইম স্কেল পেয়েছেন। তাদের বকেয়া টাইম স্কেল মঞ্জুর করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। গত বৃহস্পতিবার তাদের টাইম স্কেল মঞ্জুর করে আদেশ জারি করা হয়।
অধিদপ্তরের সহকারী পরিচালক মো. জাহিদুল হক স্বাক্ষরিত আদেশে বলা হয়, কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের বার্ষিক গোপনীয় প্রতিবেদন সন্তোষজনক হওয়ায় এবং চাকরি বহি ও অর্থ মন্ত্রণালয়ের জারি করা সার্কুলারগুলো পর্যালোচনা করে বিভাগীয় নির্বাচন-পদোন্নতি কমিটির (ডিপিসি) ২০২১ খ্রিষ্টাব্দের ২১ জুনের সভার সুপারিশ ও অর্থ বিভাগের জারি করা আদেশ অনুসারে নিষ্পত্তিযোগ্য মতামতের আলোকে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের ২০২৩ খ্রিষ্টাব্দের ২৬ জানুয়ারির নির্দেশনা মোতাবেক ওই ১৩২ কর্মচারীকে বকেয়া টাইম স্কেল বা উচ্চতর স্কেল মঞ্জুর করা হলো।
দৈনিক শিক্ষাডটকমের পাঠকদের জন্য বকেয়া টাইম স্কেল পাওয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে কর্মরত ১৩২ জন কর্মচারীর তালিকা তুলে ধরা হলো।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।