বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজের ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা।
রোববার সকালে শহরের বনানীতে কলেজ ক্যাম্পাসের মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
এ সময় কলেজ ফটকে ‘রাষ্ট্র মেরামতের কাজ চলতেছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত’ লেখা সম্বলিত একটি ব্যানার টাঙিয়ে দেন ছাত্রদল নেতাকর্মীরা। কলেজ শাখা ছাত্রদল নেতা নাছিরুজ্জামান মামুন ও হাবিবুর রহমান হিরা এতে নেতৃত্বে দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, তালা ঝুলিয়ে দেওয়ার পর প্রধান ফটকটি কিছুক্ষণ বন্ধ ছিল। পরে সকাল ৮টার দিকে ফটকের তালা ভেঙে শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াতের ব্যবস্থা করে দেন কলেজের নিরাপত্তা প্রহরীরা।
সরকারি শাহ সুলতান কলেজ শাখা ছাত্রদল নেতা নাছিরুজ্জামান মামুন বলেন, এক দফা দাবিতে কলেজের ফটকে তালা ঝুলিয়েছি। খালেদা জিয়ার মুক্তি দিয়ে অতি দ্রুত একটি নিরপেক্ষ সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন করতে হবে। অন্যথায় সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাসে আন্দোলন চালিয়ে যাব।
সরকারি শাহ সুলতান কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি আতিক হাসান বলেন, ছাত্রদল কাক ডাকা ভোরে কারও না থাকার সুযোগে তালা দিয়ে পালিয়েছে। এসব কার্যক্রম হাস্যকর। সাধারণ শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ নষ্টের চেষ্টা করা তলে কঠোর জবাব দেওয়া হবে।
সরকারি শাহ সুলতান কলেজ কলেজের অধ্যক্ষ অধ্যাপক শহীদুল আলম বলেন, কলেজের ফটকে কোনো তালা বা ব্যানার আমি দেখিনি। এ বিষয়ে কিছু জানা নেই।