মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বগুড়ায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে নয় দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকালে শহরের শহীদ খোকন পার্কের শহীদ মিনার চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।
বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) রাগেবুল আহসান রিপু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন।
এবারের বইমেলায় ৩৬টি স্টল স্থান পেয়েছে। বইমেলায় প্রতিদিন বিকাল থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, নতুন বইয়ের মোড়ক উন্মোচনের আয়োজন করা হয়েছে। ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় ভারত থেকে আমন্ত্রিত নৃত্যের সংগঠন ছন্দমের নৃত্য শিল্পীদের পরিবেশনায় ভাষার প্রতি শ্রদ্ধা রেখে নৃত্য পরিবেশন থাকবে। ২৮ ফেব্রুয়ারি রাত সাড়ে ৭টায় সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এদিকে, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে শহীদদের শ্রদ্ধা জানাতে সকাল সাড়ে ৭টায় প্রভাতফেরী অনুষ্ঠিত হবে।