গাজীপুরের নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন ও তার ছেলে বরখাস্ত হওয়া সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম কর্মী-সমর্থকদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এসময় বঙ্গবন্ধু ও তার পরিবার এবং ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন তারা।
গতকাল শনিবার সকালে জায়েদা খাতুনের ছেলে ও গাজীপুর সিটির সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ এলাকার শত শত কর্মী-ভক্ত-সমর্থকরা গোপালগঞ্জের টুঙ্গীপাড়া বঙ্গবন্ধুর সমাধিস্থলের উদ্দেশে রওনা দেন। তারা দুপুরে গিয়ে সেখানে পৌঁছান। বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানানোর পরে সেখানে নগরের উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন মেয়র জায়দা খাতুন। তিনি বলেন, সবাইকে সঙ্গে নিয়ে গাজীপুরকে একটি সুন্দর ও আধুনিক নগরী করে গড়ে তুলতে কাজ করবেন।
সেখানে পৌঁছে জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, আমার মা গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে বিজয় লাভ করেছেন। আমার মা মহান নেতার জন্য দোয়া করতে এবং তাঁর কাছ থেকে দোয়া নিতে বঙ্গবন্ধুর সমাধিস্থলে এসেছেন। এবারই প্রথম তিনি বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে এসেছেন এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করতে ও তাঁর কাছ থেকে দোয়া নিতে এসেছেন। ইতোপূর্বে নির্বাচনের আগেও মা আমাকে দোয়া নিতে ও জাতির জনকের কবর জিয়ারত করতে টুঙ্গিপাড়ায় পাঠিয়েছিলেন। ওনার কর্ম ও ওসিলায় আল্লাহ যেন আমাদের কবুল করেন।গত ২৫ মে অনুষ্ঠিত নির্বাচনে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন জায়েদা খাতুন।