জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে নীলফামারীতে স্কুল শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ করা হয়েছে। দিবসটি উদযাপনে বুধবার সকালে জেলা তথ্য অফিসের আয়োজনে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় হল রুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ক.খ ও গ বিভাগে ছাত্র-ছাত্রীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় তিনটি গ্রুপে অংশ নেয়া শিক্ষার্থীদের চিত্রাঙ্কন বাছাই শেষে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের হাতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর বই তুলে দেয়া হয়।
জেলা তথ্য অফিসার তানজির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে নির্বাচিতদের হাতে পুরষ্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মির্জা মুরাদ হাসান বেগ, জেলা শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন সরকার, সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব্বানীসহ বিচারকরা।