বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পর্যায়ের খেলা আগামী ১২ জুনের মধ্যে শেষ করতে বলেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এ খেলা পরিচালনায় মাঠ পর্যায়ে বরাদ্দ পাঠানো হচ্ছে বলেও অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। এ টুর্নামেন্টে অংশ নিতে পরবেন সর্বোচ্চ ১২ বছর বয়সী শিক্ষার্থীরা। টুর্নামেন্টে অংশ নিতে ছেলেদের সর্বোচ্চ উচ্চতা ৫ ফুট ও মেয়েদের সর্বোচ্চ উচ্চতা নির্ধারণ করা হয়েছে ৪ ফুট ৯ ইঞ্চি।
বুধবার এসব তথ্য জানিয়ে আদেশ জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আদেশটি সব বিভাগীয় কমিশনার, ডিসি, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, ইউএনও, উপজেলা শিক্ষা কর্মকর্তাদের পাঠানো হয়েছে।
সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত আদেশে বলা হয়, বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টের ইউনিয়ন-পৌরসভা এবং উপজেলা বা থানা পর্যায়ের খেলা আগামী ১২ জুনের মধ্যে সম্পন্ন করার জন্য সিদ্ধান্ত নেয়া হয়েছে। খেলা পরিচালনার জন্য মাঠ পর্যানো প্রয়োজনীয় বরাদ্দ পাঠানো হচ্ছে।
আদেশে আরো বলা হয়েছে, উভয় টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দের বয়স হবে সর্বোচ্চ ১২ বছর এবং উচ্চতা মেয়েদের ক্ষেত্রে চার ফুট নয় ইঞ্চি এবং ছেলেদের ক্ষেত্রে পাঁচ ফুট হতে হবে। বয়স ও উচ্চতা যাচাই করে খেলোয়াড় নির্বাচন করতে হবে। খেলা পরিচালনা সংক্রান্ত টুর্নামেন্ট নীতিমালা ২০১১ এর উচ্চতা যাচাই ব্যতীত অন্যান্য সব অংশ অপরিবর্তীত থাকবে | টুর্নামেন্টে কোন খেলোয়াড়ের বয়স নিয়ে কোনো ধরনের অভিযোগ উঠলে জেলার সিভিল সার্জন কর্তৃক ওই খেলোয়াড়ের বয়স সংক্রান্ত সনদ দেখাতে হবে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।