বঙ্গবন্ধু বিশ্বাস করতেন না বাঙালি তাকে হত্যা করতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী - দৈনিকশিক্ষা

বঙ্গবন্ধু বিশ্বাস করতেন না বাঙালি তাকে হত্যা করতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী

দৈনিকশিক্ষা ডেস্ক |

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, জাতির পিতাকে হারানোর ক্ষত কখনো নিরাময় হবে না। বঙ্গোপসাগরের সব পানি দিয়ে ধুয়ে ফেললেও এ দাগ মুছে যাবে না। বঙ্গবন্ধু ও তাঁর পরিবারকে খুব কাছ থেকে দেখার সৌভাগ্য আমার হয়েছিলো। দুর্ভাগ্যবশত আমি তার অনেক হত্যাকারীকে চিনি। বঙ্গবন্ধু বিশ্বাস করতেন না যে বাঙালি তাকে হত্যা করতে পারে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।  

বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী কর্মসূচি পালিত হচ্ছে। দুই দিনব্যাপী এ অনুষ্ঠানে এনএসইউ আয়োজিত চিত্র প্রদর্শনী, আলোচনা সভা এবং বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। 

দ্বিতীয় দিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এবং সম্মানিত অতিথি ছিলেন এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মিসেস ইয়াসমিন কামাল।

পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আহসানুল হাদী বঙ্গবন্ধু ও তার পরিবারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন।

অনুষ্ঠানে অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বঙ্গবন্ধুর আদর্শে যারা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারতো তাদের হত্যা করে খুনিরা তার আদর্শের অবসান ঘটাতে চেয়েছিলো। বিশ্বের বঞ্চিত জনগোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়ে বঙ্গবন্ধুর প্রভাব কীভাবে বিশ্বব্যাপী বিস্তৃত হয়েছে তার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এক ভিডিও বার্তায় এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জাভেদ মুনির আহমেদ বঙ্গবন্ধুর প্রতি পাওনা ঋণের কথা তুলে ধরে বলেন, আমরা যদি বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে পারি তবেই বঙ্গবন্ধুর রক্তঋণ পরিশোধ করতে পারবো। 

মিসেস ইয়াসমিন কামাল তার বক্তব্যে বিশ্ব দরবারে বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন এবং দেশের অগ্রগতির জন্য যে ত্যাগ স্বীকার করেছেন তা স্মরণ করার আহ্বান জানান।

স্বাগত বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এম ইসমাইল হোসেন। 

এনএসইউর উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম বাংলাদেশের জন্মে বঙ্গবন্ধুর অপরিহার্য ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, বঙ্গবন্ধু না থাকলে আজকের এই বাংলাদেশ হতো না।

অনুষ্ঠানে জাতীয় শোক দিবস উপলক্ষে এনএসইউ ডিবেট ক্লাব আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

পাঠ্যবই নির্ভুল করা হচ্ছে: গণশিক্ষা উপদেষ্টা - dainik shiksha পাঠ্যবই নির্ভুল করা হচ্ছে: গণশিক্ষা উপদেষ্টা আবু সাঈদ হত্যা মামলায় গ্রেফতার বেরোবির সাবেক প্রক্টর - dainik shiksha আবু সাঈদ হত্যা মামলায় গ্রেফতার বেরোবির সাবেক প্রক্টর তিতুমীর কলেজের ইস্যুটি আশু সমাধান হবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব - dainik shiksha তিতুমীর কলেজের ইস্যুটি আশু সমাধান হবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব মাদরাসা-ই-আলিয়ার ভবনে অস্থায়ী আদালত বন্ধের দাবি - dainik shiksha মাদরাসা-ই-আলিয়ার ভবনে অস্থায়ী আদালত বন্ধের দাবি ফেসবুক পোস্টের জেরে শিক্ষককে মার*ধরের অভিযোগ - dainik shiksha ফেসবুক পোস্টের জেরে শিক্ষককে মার*ধরের অভিযোগ কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে ক্যাম্পাসে পুলিশ অবস্থান নেয়ায় তিতুমীর কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ - dainik shiksha ক্যাম্পাসে পুলিশ অবস্থান নেয়ায় তিতুমীর কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটি নিয়ে নতুন নির্দেশনা - dainik shiksha শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটি নিয়ে নতুন নির্দেশনা please click here to view dainikshiksha website Execution time: 0.0066440105438232