সাম্প্রতি আগুনে ক্ষতিগ্রস্ত বঙ্গবাজারের ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে ই-কমার্স সাইট খুলেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মনোবিজ্ঞান বিভাগের ছাত্র মুন্তাছির ছামি। সাইটটির নাম bongobazar2.com। সাইটির উন্নয়নকাজ চলছে। ব্যবসায়ীরা চাইলে বিনামূল্যে সাইটটি তাদেরকে উপহার দিতে চান ওই শিক্ষার্থী।
নির্মাণাধীন ই-কমার্স সাইটটি মাল্টিভেন্ডর সাইট জানিয়ে সামি দৈনিক শিক্ষাডটকমকে বলেন, বঙ্গবাজার মার্কেট যেমন অনেকগুলো দোকানের সমন্বয়ে গঠিত ছিলো, তেমনই এই অনলাইন মার্কেটটি অনেকগুলো অনলাইন দোকান নিয়ে গঠিত হবে। এখানে প্রত্যেক ব্যবসায়ীর জন্য ভার্চুয়াল দোকান থাকবে।
তিনি আরো বলেন, ব্যবসায়ীদের বঙ্গবাজার মার্কেটে থাকা দোকানের নামের মতো এখানেও তাদের দোকানের নাম দিয়ে তারা একটি করে দোকান খুলতে পারবেন। তাদের দোকানে রাখা পণ্যের মতো এই ওয়েবসাইটে তাদের পণ্যের ছবি, দাম ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য প্রদান করতে পারবেন। এতে ক্রেতারা খুব সহজেই স্বল্প সময়ে কেনাকাটা করতে পারবেন।
তরুণ এই ওয়েবসাইট নির্মাতা জানান, এই ওয়েবসাইটের মাধ্যমে দেশজুড়ে সবাই বঙ্গবাজারের ব্যবসায়ীদের কাছ থেকে পণ্য অর্ডার করতে পারবেন। এতে ব্যবসায়ীরা কয়েক দিনের মধ্যেই তাদের ব্যবসায় ফিরতে পারবেন। এ ছাড়াও সাইটটিতে একজন ব্যবসায়ী খুচরা ও পাইকারি দুই উপায়েই পণ্য বিক্রি করতে পারবেন। দেশজুড়ে গ্রাহকরা খুচরা অথবা পাইকারি হিসেবে পণ্য ক্রয় করতে পারবেন ও ঘরে বসে ডেলিভারি পাবেন। ক্যাশ অন ডেলিভারিতে পণ্য হাতে পেয়ে টাকা পরিশোধ করার সুযোগও থাকছে এখানে।
ছামি জানান, তিনি নিজ উদ্যোগে ওয়েবসাইটটি তৈরি করেছেন এবং বিনামূল্যে তিনি এটি ব্যবসায়ীদের ব্যবহারের জন্য দিতে চান। এ জন্য তিনি বঙ্গবাজারের কর্তৃপক্ষের কাছে ওয়েবসাইটটি হস্তান্তর করতে চান।
ছামির মতে, ব্যবসায়ীদের জন্য এটা এই মুহূর্তে অন্যতম ভালো একটা উপায় হবে ব্যবসায় ফেরার। একই সঙ্গে তারা সময়োপযোগী প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশের জন্য একটি উদাহরণ হয়ে থাকবেন।