রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের আবাসিক হলে শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় ৪ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে কলেজ কর্তৃপক্ষ৷
সোমবার (৬ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক সাবিকুন্নাহার ৷
তিনি বলেন, কলেজের উপাধ্যক্ষকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে৷ কমিটিতে শিক্ষক পরিষদের সম্পাদকসহ আরও দুইজন শিক্ষক রয়েছেন। তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
আরও পড়ুন : বদরুন্নেসা কলেজে ছাত্রীকে মারধর করে কক্ষ দখলের চেষ্টা ছাত্রলীগ নেত্রীর
তদন্ত কমিটির সদস্যরা ইতোমধ্যে ভুক্তভোগী শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছেন। ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, তদন্ত কমিটির ম্যামরা আমার সঙ্গে কথা বলেছেন৷ ওইদিনের ঘটনার বিস্তারিত ম্যামদের বলেছি।
এর আগে শনিবার (৪ মার্চ) রাতে কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবা আক্তার সাইমুনের জন্মদিনের অনুষ্ঠানে চাঁদা না দেওয়া ও কেক কাটার সময় উপস্থিত না হওয়ায় ওই শিক্ষার্থীকে নির্যাতন করা হয় বলে অভিযোগ উঠে। পাশাপাশি ওই ছাত্রীর কক্ষ ভাঙচুরের অভিযোগও উঠেছে। খোদ কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবীবা আক্তার সাইমুনের বিরুদ্ধে উঠে এ অভিযোগ।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।