দৈনিকশিক্ষাডটকম প্রতিবেদক : ‘স্মার্ট বাংলাদেশ’ শিরোনাম ও ‘উন্নয়ন দৃশ্যমান, বাড়বে এবার কর্মসংস্থান’ স্লোগানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
বুধবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ইশতেহার ঘোষণা করেন।
তিনি বলেন, সুনির্দিষ্ট লক্ষ সামনে রেখে বাস্তবায়নযোগ্য একটি ইশতেহার আমরা প্রস্তুত করেছি। আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের উত্তরণ আমরা ঘটাবো। চতুর্থ শিল্প বিপ্লবে টিকে থাকার জন্য প্রযুক্তি সক্ষমতা একান্তভাবে প্রয়োজন। বাংলাদেশ পিছিয়ে থাকবে না। স্মার্ট নাগরিক, স্মার্ট সরকার, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সমাজ এই চারটি স্তম্ভের ওপর কাজ করছি। আমরা নির্বাচিত হলে ক্ষুধা দারিদ্র্যমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ।
এসময় তিনি ২০০৬ খ্রিষ্টাব্দের বিএনপি সরকারের সঙ্গে ২০২৩ খ্রিষ্টাব্দের আওয়ামী লীগের একটি তুলনামূলক উন্নয়ন চিত্র তুলে ধরেন।
তিনি বলেন, বাজেটের আকার ২০০৬ খ্রিষ্টাব্দে ৬১ হাজার কোটি টাকা ছিল, সেখানে থেকে এখন ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকায় উন্নতি করেছি। নিরাপদ খাবার পানি ৫৫ থেকে ৯৮.৮ শতাংশে উন্নীত করেছি। সেনিটেশন ৯৭.৩২ শতাংশ প্রায় দ্বিগুণ। গড় আয়ু ৫৯ থেকে ৭২ বছর বৃদ্ধি করেছি। বিদ্যুৎ উৎপাদন আটগুণ বৃদ্ধি পেয়েছে। যেখানে ২৮ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধা পেতো, সেখানে আমরা শতভাগ বিদ্যুতায়ন করেছি। প্রাথমিক বিদ্যালয় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। শিক্ষকের সংখ্যাও প্রায় দ্বিগুণ বৃদ্ধি করেছি। প্রাথমিক বিদ্যালয়ে মহিলা শিক্ষক তিনগুণ বৃদ্ধি করা হয়েছে। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ১৮ গুণ বৃদ্ধি করেছি। দানাদার শস্য উৎপাদন ৪ গুণ বৃদ্ধি করেছি।
ইশতেহার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইশতেহার প্রণয়ন উপকমিটির আহ্বায়ক ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুস রাজ্জাক।