বন্যা কবলিত শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আগমী ২২ আগস্টের মধ্যে এসব শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য পাঠাতে বলা হয়েছে আঞ্চলিক উপপরিচালকদের। বন্যা কবলিত শিক্ষা প্রতিষ্ঠানের না, ক্ষতিগ্রস্ত শ্রেণিকক্ষের সংখ্যা, পাঠদান চালনো সম্ভব হচ্ছে কি-না ইত্যাদি তথ্য নির্ধারিত ছকে অন্তর্ভুক্ত করে পাঠাতে ইমেইলে পাঠাতে বলা হয়েছে আঞ্চলিক উপপরিচালকদের।
গতকাল বুধবার অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং থেকে এসব তথ্য চেয়ে চিঠি আঞ্চলিক উপপরিচালকদের পাঠানো হয়েছে।
পরিচালক অধ্যাপক মো. আমির হোসেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, বর্ষায় অতিবৃষ্টির কারণে উজান থেকে পানি নেমে আসায় দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার প্রকোপ দেখা দিয়েছে। আঞ্চলিক উপপরিচালকদের তার আওতাধীন জেলা বা উপজেলায় কোনো শিক্ষা প্রতিষ্ঠান বন্যা কবলিত থাকলে তার তথ্য ও শিক্ষার্থীর তথ্য সংযুক্ত ছক অনুযায়ী মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের ইমেইলে ([email protected]) আগামী ২২ আগস্টের মধ্যে পাঠাতে অনুরোধ করা হলো।
জানা গেছে, নির্ধারিত ছকে বন্যা কবলিত জেলার নাম, বন্যা কবলিত উপজেলার নাম, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, শিক্ষার্থীর সংখ্যা, ক্ষতিগ্রস্থ শ্রেণিকক্ষের সংখ্যা, পাঠদান কার্যক্রম চালানো সম্ভব হচ্ছে কি-না, আংশিক সম্ভব হচ্ছে কি-না না পুরোপুরি অসম্ভব তা ছকে উল্লেখ করে মন্তব্যসহ ইমেইলে পাঠাতে বলা হয়েছে আঞ্চলিক উপপরিচালক।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।