ববিতে বহিষ্কৃত ছাত্রের অনশন, ভিসির আশ্বাসে ভঙ্গ - দৈনিকশিক্ষা

ববিতে বহিষ্কৃত ছাত্রের অনশন, ভিসির আশ্বাসে ভঙ্গ

দৈনিক শিক্ষাডটকম, বরিশাল |

পরীক্ষায় নকল করা এবং শিক্ষকের সঙ্গে অসদাচরণের অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র যাদব কুমার ঘোষের ছাত্রত্ব বাতিল করে প্রতিষ্ঠানটি। কিন্তু এভাবে বহিষ্কারের পেছনে বিভাগের শিক্ষক রাজনীতি জড়িত দাবি করে বুধবার সকালে আমরণ অনশনে বসেন তিনি। পরে বেলা সাড়ে ৩টার দিকে উপাচার্যের (ভিসি) আশ্বাসে অনশন ভঙ্গ করেন যাদব কুমার।

জানা যায়, অভিযুক্ত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ ভর্তি শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের ছাত্র এবং শ্রেণি প্রতিনিধি (সিআর)। ২০২১-২২ শিক্ষাবর্ষের ৪০১ ও ৪০২ নং কোর্সের পরপর দুটি মিডটার্ম পরীক্ষায় নকল করেন তিনি। প্রথম দিন ধরা পরার পর তাকে সতর্ক করা হলেও দ্বিতীয়দিন একইভাবে নকল করার সময় পরীক্ষক তাকে হাতেনাতে ধরেন।

এসময় নকলের কাগজ জব্দ করার সময় পরীক্ষকের দায়িত্ব পালন করা বিভাগের শিক্ষক মো. সাকিবুল হাসানের সঙ্গে ধ্বস্তাধস্তি করেন তিনি। বিষয়টি নিয়ে তদন্তের সময় সব দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন অভিযুক্ত যাদব কুমার। তবে পরীক্ষা সংক্রান্ত শৃঙ্খলা কমিটি তার ছাত্রত্ব বাতিল করে।

অনশনকালে যাদব কুমার দৈনিক শিক্ষা আমাদের বার্তাকে জানান, আমার বিভাগের চেয়ারম্যান উন্মেষ রয় এবং সহযোগী অধ্যাপক মো. সাকিবুল হাসানের সঙ্গে পেশাগত বৈরীতা রয়েছে। সিআর হিসেবে চেয়ারম্যানের সঙ্গে আমাকে কাজ করতে হতো বিধায় সাকিব স্যার আমাকে তার শত্রু মনে করতেন। এর প্রেক্ষিতে আমি লঘু অপরাধ করলেও তিনি তার ব্যক্তিগত ক্ষমতাবলে আমাকে আজীবন বহিষ্কার করিয়েছেন।

অভিযোগের বিষয়ে বাংলা বিভাগের শিক্ষক মো. সাকিবুল হাসান দৈনিক আমাদের বার্তাকে বলেন, ঐ শিক্ষার্থী পরপর দুদিন পরীক্ষায় নকল করেছিলো। তার অপরাধের প্রমাণসহ পরীক্ষা নিয়ন্ত্রণক কমিটির কাছে পাঠানো হয়। এছাড়া তার নকলের কাগজ উদ্ধারের সময় আমার সঙ্গে যে অসদাচরণ করা হয় তার সাক্ষী ছিলো গোটা হলের পরীক্ষার্থীরা। তাদের স্বাক্ষ্য নিয়ে পরীক্ষা কমিটি বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছে সেখানে আমার বিন্দুমাত্র প্রভাব বিস্তারের অভিযোগ সম্পূর্ণ অমূলক।

পরে বেলা সাড়ে ৩টার দিকে গ্রাউন্ড ফ্লোরে অনশনরত শিক্ষার্থীর কাছে যান ভিসি ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া। তিনি যাদব কুমারকে নিজ কার্যালয়ে নিয়ে যান এবং সেখানে তার আশ্বাসে অনশন ভঙ্গ করেছেন বলে দাবি করেন তিনি।

ভিসি ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া বিকেলে দৈনিক আমাদের বার্তাকে বলেন, বিশ্ববিদ্যালয়ের গতিধারা সুষ্ঠু রাখতে যেকোনো অপরাধের বিচার প্রয়োজন। একইসঙ্গে শিক্ষার্থীদের প্রতি মানবিক আচরণ এবং তাদের কল্যাণের কথা চিন্তা করাও শিক্ষক হিসেবে আমাদের দায়িত্বের মধ্যে পরে। অভিযুক্ত ছাত্রের সঙ্গে আমি কথা বলেছি এবং সে আমার কাছে ক্ষমাপ্রার্থনা করে আবেদন করেছে। বিষয়টি নিয়ে কি করা যায় সেটি দেখছি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবারো ভর্তি পরীক্ষা চালু হবে - dainik shiksha জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবারো ভর্তি পরীক্ষা চালু হবে সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি: দুই দিনে আবেদন প্রায় দুই লাখ - dainik shiksha সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি: দুই দিনে আবেদন প্রায় দুই লাখ শিক্ষক নিয়োগেও নামকাওয়াস্তে মনস্তাত্ত্বিক পরীক্ষা হয়: গণশিক্ষা উপদেষ্টা - dainik shiksha শিক্ষক নিয়োগেও নামকাওয়াস্তে মনস্তাত্ত্বিক পরীক্ষা হয়: গণশিক্ষা উপদেষ্টা পাঠ্যপুস্তক থেকে শেখ মুজিব ও শেখ হাসিনার বিষয়বস্তু অপসারণের দাবি - dainik shiksha পাঠ্যপুস্তক থেকে শেখ মুজিব ও শেখ হাসিনার বিষয়বস্তু অপসারণের দাবি এসএসসির ফরম পূরণ শুরু ১ ডিসেম্বর - dainik shiksha এসএসসির ফরম পূরণ শুরু ১ ডিসেম্বর কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের গল্প - dainik shiksha পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের গল্প কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক পাঠ্যপুস্তকে একক অবদান তুলে ধরা থেকে সরে আসার আহ্বান হাসনাতের - dainik shiksha পাঠ্যপুস্তকে একক অবদান তুলে ধরা থেকে সরে আসার আহ্বান হাসনাতের ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ - dainik shiksha ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0054700374603271