বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আন্তঃবিভাগ বাংলা সংসদীয় বিতর্ক প্রতিযোগিতায় বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।
বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। এছাড়া বরিশাল ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির চিফ মডারেটর মোহাম্মদ তানভীর কায়ছায় ও মডারেটর বঙ্কিম চন্দ্র সরকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিতর্কে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের হয়ে অংশগ্রহণ করেন জয়ব্রত রায়, মাসুম মাহমুদ, উপমা দত্ত এবং বায়োকেমিস্ট্রিও বায়োটেকনোলজি বিভাগে হয়ে অংশগ্রহণ করেন সুমাইতা আনজুম, ঐশী মন্ডল মৃত্তিকা রহমান রুপা। ডিবেটর অফ দ্যা ফাইনাল মনোনীত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুম মাহমুদ।