ববি এলাকায় এক সপ্তাহে ছয় দুর্ঘটনা, শিক্ষকসহ নি*হত ৩ - দৈনিকশিক্ষা

ববি এলাকায় এক সপ্তাহে ছয় দুর্ঘটনা, শিক্ষকসহ নি*হত ৩

আমাদের বার্তা, বরিশাল |

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সামনে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। একের পর এক দুর্ঘটনায় আতঙ্কে শিক্ষার্থী ও স্থানীয়রা। বিশ্ববিদ্যালয়ের সামনে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ভিন্ন ৩ সড়ক দুর্ঘটনায় নিহত হন ৩ জন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের পেছনে ভোলা-বরিশাল মহাসড়কে অগ্রযাত্রা স্কুলের সামনে দুর্ঘটনায় মারাত্মক জখম হন আরো তিন জন। 

সর্বশেষ, ৪ নভেম্বর সন্ধ্যায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ইউনুস বিশ্বাস (মাস্টার) নিহত হন৷ মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস ছালাম৷ ঘাতক বাস অন্তরা পরিবহন। পুলিশ জানিয়েছে বাসটি আটক করলেও চালক পালিয়ে যান। নিহত ইউনুস বিশ্বাস স্কুলশিক্ষক ছিলেন।

এর আগে ৩০ অক্টোবর রাত সাড়ে ৯ টায় বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভোলা রোডের হিরণ পয়েন্টে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মাইসা ফৌজিয়া মিম নামে ববির এক ছাত্রী নিহত হয়েছে।

২ নভেম্বর একই স্থানে বাইক দুর্ঘটনা ঘটে। ঘটনায় মো. সিফাত (১৩) গুরুতর আহত ও মো. সিহাব (১৪) আহত হন। গুরুতর আহত সিফাতকে চিকিৎসার জন ঢাকা মেডিক্যালে আনা হলে অবস্থার অবনতি দেখে চিকিৎসক তাকে আইসিইউতে পাঠান। ৩ নভেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এই তিন সড়ক দুর্ঘটনা ছাড়াও গত ৩ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের পেছনে, অগ্রযাত্রা স্কুলের সামনে ভোলা-বরিশাল মহাসড়কে সড়ক ও জনপথ অধিদপ্তরের দেয়া স্পিড ব্রেকারে একই দিনে পরপর তিনটি দুর্ঘটনা ঘটে। এর মধ্যে একজন রিকশাচালক, মোটরসাইকেল আরোহী দম্পতি ও অন্য আরেকটি মোটরসাইকেলে বাবার সাথে বাসায় যাওয়ার পথে আরেক শিশু আহত হয়। আহতদের অবস্থা শঙ্কা মুক্ত বলে জানা গেছে। সড়ক ও জনপথ অধিদপ্তরের দেয়া স্পিড ব্রেকারে নির্দেশক কোন চিহ্ন এবং কোনো প্রকার আলোর ব্যবস্থা না থাকায় এই দুর্ঘটনাগুলো সংঘটিত হয়। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাহাত হোসাইন ফয়সাল জানান, সড়ক ও জনপদ অধিদপ্তরের সাথে আমাদের আলোচনা হয়েছে তারা দ্রুতই ফুটওভার ব্রিজ ও ফুটপথ নির্মাণ কার্যক্রম শুরু করবেন। ইতোমধ্যে, তাদের একটি দল মাঠ পর্যায়ে এসে স্থান পরিদর্শন ও মাটি পরীক্ষা করে গিয়েছে। পর্যাপ্ত আলোর ব্যবস্থার জন্য পল্লি বিদ্যুৎ সমিতির সাথেও যোগাযোগ হয়েছে, আগামী দু-এক দিনের মধ্যে তাদের কার্যক্র শুরু হবে। ইতোমধ্যে স্পিড ব্রেকার নির্মাণ এবং ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার দীর্ঘ সময় পার হলেও নিরাপদ সড়কের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের তেমন কোনো কার্যক্রম চোখে না পড়ার বিষয় জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে আগে বিভিন্ন উদ্যোগ নেয়া হলেও বিভিন্ন কারণে সেগুলো বাস্তবায়ন হয়নি। তবে কিছু সহযোগিতা আমরা পেয়েছিলাম। সম্প্রতি সময়ে ঘটে যাওয়া দুর্ঘটনার ফলে নিরাপদ সড়কের বিষয়টি সবাই গুরুত্বসহকারে দেখছে। শীঘ্রই এ বিষয়ে বাকি উদ্যোগগুলোও দৃশ্যমান হবে।

ইএফটিতে বেতন দিতে এমপিও আবেদনের সময় এগোলো - dainik shiksha ইএফটিতে বেতন দিতে এমপিও আবেদনের সময় এগোলো জবিতে ভর্তির প্রাথমিক আবেদন শুরু ১ ডিসেম্বর - dainik shiksha জবিতে ভর্তির প্রাথমিক আবেদন শুরু ১ ডিসেম্বর সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি: দশ দিনে আবেদন প্রায় ৬ লাখ - dainik shiksha সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি: দশ দিনে আবেদন প্রায় ৬ লাখ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যের কমিটি ঘোষণা - dainik shiksha বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যের কমিটি ঘোষণা কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে ধারণা বাড়াতেই পাঠ্যক্রমে তথ্য অধিকার আইন বিষয় যুক্ত: এনসিটিবি চেয়ারম্যান - dainik shiksha ধারণা বাড়াতেই পাঠ্যক্রমে তথ্য অধিকার আইন বিষয় যুক্ত: এনসিটিবি চেয়ারম্যান কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক শিক্ষক নিবন্ধন ভাইভা: ২১তম দিনে যেসব প্রশ্নের মুখোমুখি - dainik shiksha শিক্ষক নিবন্ধন ভাইভা: ২১তম দিনে যেসব প্রশ্নের মুখোমুখি সরকারি কলেজ প্রদর্শকদের পদোন্নতির খসড়া প্রকাশ - dainik shiksha সরকারি কলেজ প্রদর্শকদের পদোন্নতির খসড়া প্রকাশ সুইডেনে স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ - dainik shiksha সুইডেনে স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ পঞ্চমে ফিরছে বৃত্তি পরীক্ষা, বার্ষিকে ৪ স্তরে মূল্যায়ন - dainik shiksha পঞ্চমে ফিরছে বৃত্তি পরীক্ষা, বার্ষিকে ৪ স্তরে মূল্যায়ন দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.003662109375