বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক ছাত্রীর ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়েছিলেন মো. ফরিদুল ইসলাম নামের এক যুবক। সে ওই ছাত্রীর ফেসবুক আইডি হ্যাক করে সংরক্ষিত ব্যক্তিগত ছবি সংগ্রহ করে ব্ল্যাকমেইল করছিলেন তিনি। মামলা হলে তিনি গা ঢাকা দেন। ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আসামি মো. ফরিদুল ইসলামের (৩২) বাড়ি সিরাজগঞ্জের ১০ নং ওয়ার্ডের ধানবান্দি গ্রামে।
অভিযুক্তের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মেয়েদের আইডি হ্যাক করে ব্যক্তিগত ছবি বা ভিডিও নিয়ে ব্ল্যাক মেইলিং করার অভিযোগ ছিলো। গত ৮ মে (সোমবার) তাকে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। বরিশাল বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. মশিউর রহমান দৈনিক শিক্ষাডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার তদন্তকারী উপ-পরিদর্শক মো. মশিউর রহমান দৈনিক শিক্ষাডটকমকে জানান, আসামি ঢাকায় পলাতক ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে অন্যের ফেসবুক হ্যাক করে আসছে। ভুক্তভোগীর ফেসবুক হ্যাক করে ব্যক্তিগত ছবি ফেসবুকে দিলে মামলা করেন ওই ছাত্রী। পরে তথ্য-প্রযুক্তির সহায়তায় ফোন নম্বর ট্রাকিং করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। যে ডিভাইস দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ফেসবুক হ্যাক করা হয়েছে সেটি উদ্ধার করা হয়েছে এবং সেই ডিভাইসে ভুক্তভোগীর ব্যক্তিগত ছবি পাওয়া গেছে। আসামি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। বর্তমানে সে জেলহাজতে আছে।
জানা যায়, গত ৩ ডিসেম্বর মোবাইল ফোনের মাধ্যমে ভুক্তভোগী ফেসবুকে লগইন করে দেখেন অভিযুক্ত ব্যক্তি তার একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভুক্তভোগীর ফেসবুক আইডিতে তার ব্যক্তিগত ছবি পাঠাচ্ছে। তাকে সামাজিক ও অন্যান্য মাধ্যমে অপমান,অপদস্থ ও ক্ষতিগ্রস্ত করার হুমকি দেয়া হয়। পরে কৌশলে অভিযুক্ত ব্যক্তির নাম ও পরিচয় জেনে ওই ছাত্রী এজাহার দায়ের করেন।