বরিশাল নগরীর ফরেস্টার বাড়ি এলাকায় পরিত্যাক্ত অবস্থায় একটি গ্রেনেড পাওয়া গেছে। এটি উদ্ধারে সেনাবাহিনীর বিস্ফোরক অভিজ্ঞ ইউনিট কাজ করবে বলে জানানো হয়েছে।
অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন জানান, সোমবার সকাল সাড়ে ৯টা নাগাদ ৯৯৯ জরুরি সেবা নম্বরে কল করে গ্রেনেডের বিষয়টি জানানো হয়। তবে কে বা কারা কল দিয়েছে তা জানা যায়নি। এর পর পুলিশ ফরেস্টার বাড়ি এলাকায় স্থানীয় পোস্টাল কলোনির দেয়ালের কাছে পরিত্যাক্ত অবস্থায় গ্রেনেডটি দেখতে পায়।
বিষয়টি সেনাবাহিনীকে জানানো হলে কিছুক্ষণ পর তাঁরা এসে এলাকাটি ঘিরে রাখে। সেনাবাহিনীর একটি বিস্ফোরক বিশেষজ্ঞ দল এসে গ্রেনেডটি নিস্ক্রিয় করবে বলে জানা গেছে।
এখন পর্যন্ত গ্রেনেডের উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, যৌথ বাহিনীর অভিযান এড়াতে কেউ এটিকে ফেলে যাতে পারে।