বরিশালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে থানায় হামলা ও ভাঙচুর চালিয়েছে একদল শিক্ষার্থী। তবে এ ঘটনায় কোন হতাহত হয়নি বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা। বর্তমানে সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
শুক্রবার (৩০ আগস্ট) রাতে নগরীর কোতোয়ালি থানায় এ ঘটনা ঘটেছে।
জানা গেছে নগরীর সদর রোডে বরিশাল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের ২ গ্রুপের মধ্যে পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ হয়।
পরবর্তীতে ভুক্তভোগী শিক্ষার্থী বরিশাল কোতোয়ালী মডেল থানায় ফোন করে সহায়তা চায়। পুলিশের ঘটনাস্থলে আসতে বিলম্ব হলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাতে থানায় ঢুকে অতর্কিত হামলা ও বিক্ষোভ শুরু করে।
এ সময় পুলিশের একটি স্কুটির লুকিং গ্লাস ও পুলিশের জব্দকৃত একটি পিকআপ ভ্যান ভাংচুর করা হয়। পরবর্তীতে সেনাবাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান দৈনিক শিক্ষাডটকমকে বলেন, শিক্ষার্থীদের নিজেদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৪০-৫০ জন শিক্ষার্থী থানায় হামলা করে৷ এসময় আমাদের কয়েকটি যানবাহন ও থানার জানালা-দরজার গ্লাস ভাঙচুর করা হয়।
তিনি আরো জানান, পরবর্তীতে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এলে হামলাকারীরা অধিকাংশ পালিয়ে যায়। আটককৃতকে কয়েকজনকে পরবর্তীতে অভিভাবকের জিম্মায় ছেড়ে দিয়েছে সেনাবাহিনী।