সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয় রক্ষা এবং নাগরিকদের জানমাল নিরাপদ রাখতে মাঠে নেমেছে বরিশালের ছাত্র-জনতা। সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পলায়ন পরের অস্থিরতা কাটাতে এ উদ্যোগ বলে জানা গেছে। উদ্ভূত পরিস্থিতিতে কেউ যেনো প্রতিহিংসার শিকার না হয় সে দিকে খেয়াল রাখা হবে বলে জানা গেছে।
মঙ্গলবার দুপুরে নগরীর সাগরদি এলাকার শ্রী শ্রী কালী ও শিতলা মন্দিরের সামনে কিছু যুবককে দেখা যায়। তারা মন্দিরের পাহারায় স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছে বলে জানা যায়।
সেখানে উপস্থিত স্বেচ্ছাসেবী রেজা শরীফ দৈনিক শিক্ষাডটকমকে বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ যেনো প্রতিহিংসার শিকার না হয় সেজন্য মঙ্গলবার রাত থেকেই আমরা টিম করে নগরীর মন্দিরগুলো পাহারা দিচ্ছি।
সংখ্যালঘু সম্প্রদায়সহ সব মানুষের নিরাপত্তায় কাজ করার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সম্প্রতি শেষ হওয়া আন্দোলন সংগঠিত করার এই প্ল্যাটফর্মের নেতারা। বিগত দিনের ন্যায় সবাইকে রাস্তায় থাকতে বলেছেন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সুজয় শুভ দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আমরা যে স্বপ্ন নিয়ে আন্দোলন করেছি তা ধূলিসাৎ হয়ে যাবে যদি সাধারণ মানুষ তাদের নিরাপত্তা হারায়।
বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন শিকদার দৈনিক শিক্ষা ডটকমকে বলেন, আমার দলের কর্মীরা জনগণের জানমাল রক্ষায় মাঠে থাকবে। বিএনপির কোনো কর্মী যদি কারো প্রতি আক্রোশপ্রসূত আক্রমণ করে তবে তার দায় দল নেবে না, তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।