ঢাকা-বরিশাল মহাসড়কে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি) আলী আশরাফ ভূঞা ও কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। এ ছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুবায়েত মাহবুব গুলিবিদ্ধ হয়েছেন।
বুধবার বরিশাল সদরের বিভিন্ন জায়গায় কোটা আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
এ সময় নতুল্লাবাদে চবি ছাত্র রুবায়েত মাহবুব গুলিবিদ্ধ হন। আন্দোলনরত কয়েক শিক্ষার্থীকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে অবস্থান নিলে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। তখন আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে ডিসি আলী আশরাফ ভূঞা এবং কয়েকজন সাংবাদিক ও শিক্ষার্থী আহত হন।