দৈনিকশিক্ষাডটকম, বুটেক্স: বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২২ ডিসেম্বর) বর্ণাঢ্য আয়োজন করা হয়। ২০১০ খ্রিষ্টাব্দে কলেজ অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি হতে বিশ্ববিদ্যালয়ে উন্নীত এ প্রতিষ্ঠানটি প্রতি বছর ২২ ডিসেম্বর ‘বুটেক্স দিবস’ হিসেবে জন্মদিন পালন করে।
বিশ্ববিদ্যালয়ের ১৩তম জন্মদিনের দিনব্যাপী বিভিন্ন কার্যক্রম পালিত হয়। কার্যক্রমের অংশ হিসেবে সকালে কেক কেটে দিনের কর্মসূচি শুরু হয়। তারপর ব্যানার ও ফেস্টুন নিয়ে বের হয় আনন্দ শোভাযাত্রা। ঘোড়ার গাড়িসহ আনন্দ শোভাযাত্রাটি তেজগাঁওয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ক্যাম্পাসে ফিরে পায়রা উড়ানোর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের মাঠে স্মৃতিচারণ অনুষ্ঠান শুরু হয়। দিনব্যাপী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, আজকে আমাদের আনন্দের দিন। প্রতি বছর চেষ্টা করব বড় করে বিশ্ববিদ্যালয় দিবস আয়োজন করার। আয়োজনে এলামনাই ও শিক্ষার্থীরা আরও বেশি থাকলে আরও বেশি প্রাণবন্ত হতো। আশা করি সামনের দিনগুলোতে আরও বেশি অংশগ্রহণে আয়োজন প্রাণবন্ত হবে।