বর্ষবরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে শোভাযাত্রা - দৈনিকশিক্ষা

বর্ষবরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে শোভাযাত্রা

ইবি প্রতিনিধি |

বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়। তপ্ত রৌদ্রের অগ্নি উত্তাপে সমস্ত অশুচিতাকে দূর করে নতুন নির্মল জীবনের সূচনায় যেন আনন্দে মেতে উঠেছে ইবির সবুজ প্রাঙ্গণ। 

বাহারি পোশাকে সজ্জিত হয়ে, রঙ-বেরঙয়ের নানা পাখি ও বৈশাখী ফেস্টুন, ব্যানার ও মুখোশ পরে নতুন বর্ষকে বরণ করতে উপাচার্য  অধ্যাপক ড. শেখ আবদুস সালামের নেতৃত্বে শোভাযাত্রা করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

শোভাযাত্রাটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অনুষদ ভবনের সামনে বটতলা গোল চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক  ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসন ভূঁইয়া এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ.এম.আলী হাসান। এছাড়া রমজানের পবিত্রতা রক্ষা করে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনগুলো।

এর আগে সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে জাতীয় সংগীত, নববর্ষের সংগীত ও ঢাক ঢাল পিটিয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।

শোভাযাত্রা শেষে বটতলায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।  চারুকলা বিভাগের সভাপতি ও পহেলা বৈশাখ-১৪৩০ উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এ এইচ এম আক্তারুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার। সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দারসহ অনেকে।

এসময় সভায় উপস্থিত ছিলেন প্রভোস্ট কাউন্সিল সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, আইআইইআরের পরিচালক অধ্যাপক ড. মামুনুর রহমান, ইংরজি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মিয়া মো. রাসিদুজ্জামান, প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসন আজাদ, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনায়ার হোসেনসহ বিভিন্ন অফিস প্রধানরা। এছাড়াও ইবি শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমদ জয়সহ চারুকলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা সভায় উপস্থিত ছিলেন।

যেসব চাকরির পরীক্ষা স্থগিত - dainik shiksha যেসব চাকরির পরীক্ষা স্থগিত কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার - dainik shiksha কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার উত্তরায় গুলিতে ২ শিক্ষার্থী নিহত - dainik shiksha উত্তরায় গুলিতে ২ শিক্ষার্থী নিহত ছাত্রলীগ আক্রমণ করেনি, গণমাধ্যমে ভুল শিরোনাম হয়েছে - dainik shiksha ছাত্রলীগ আক্রমণ করেনি, গণমাধ্যমে ভুল শিরোনাম হয়েছে সহিংসতার দায় নেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন - dainik shiksha সহিংসতার দায় নেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জবিতে আজীবনের জন্য ছাত্র রাজনীতি বন্ধের আশ্বাস প্রশাসনের - dainik shiksha জবিতে আজীবনের জন্য ছাত্র রাজনীতি বন্ধের আশ্বাস প্রশাসনের মোবাইল ইন্টারনেট বন্ধের কারণ জানালেন পলক - dainik shiksha মোবাইল ইন্টারনেট বন্ধের কারণ জানালেন পলক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0036180019378662