বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) চতুর্থ সমাবর্তন আগামী ১৩ মে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে হবে। এ সমাবর্তনে অংশ নিতে গ্র্যাজুয়েটরা ১৬ এপ্রিল পর্যনত রেজিস্ট্রেশন করার সুযোগ পাবেন। আগে ১৩ এপ্রিল পর্যন্ত রেজিস্ট্রেশনের সময়সীমা নির্ধারণ করা থাকলেও তা ১৬ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।
বশেমুরকৃবির জনসংযোগ বিভাগের উপ-রেজিস্ট্রার মো. মজনু মিয়া দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সমাবর্তনে উইন্টার ২০১৬ থেকে উইন্টার ২০২১ টার্ম পর্যন্ত বিএস বা ডিভিএম ডিগ্রি সম্পন্নকারী গ্র্যাজুয়েটরা এবং উইন্টার ২০১৬ থেকে সামার ২০২২ টার্ম পর্যন্ত এমএস ও পিএইচডি ডিগ্রি সম্পন্নকারী গ্র্যাজুয়েটরা অংশগ্রহণ করতে পারবেন। গ্র্যাজুয়েটদের অংশগ্রহণের সুবিধার্থে রেজিস্ট্রেশনের সময়সীমা আগামী ১৬ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আগে রেজিস্ট্রেশনের সময় ২১মার্চ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত। সমাবর্তন সংক্রান্ত অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে। সমাবর্তন সংক্রান্ত যে কোনো তথ্য জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.bsmrau.edu.bd) ভিজিট করা যেতে পারে।