গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) স্নাতক প্রথমবর্ষের তৃতীয় মেধাতালিকার ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। এতে মোট আসনের এখনো ৫৫৪ টি ফাঁকা রয়েছে। এর আগে দ্বিতীয় মেধাতালিকা ভর্তি শেষে ৫৫২টি আসন ফাঁকা ছিল।
গতকাল বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিকেলে এই মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের ভর্তি শেষে বিষয়টি স্নাতক ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা যায়। এর আগে গত ১৯ নভেম্বর মূল ১৩৮৯টি ফাঁকা আসনের বিপরীতে (কোটা ব্যতীত) ৭১৫টি ফাঁকা আসনের জন্য দ্বিতীয় মেধাতালিকায় থাকা শিক্ষার্থীদের ভর্তির আহ্বান জানানো হয়। এতে মোট ১২২ জন ভর্তি হন। প্রথম ও দ্বিতীয় মেধাতালিকায় থাকা মোট ভর্তি হয়েছেন ৮৩৭ জন।
এর মধ্যে মোট ২০৪ জন বিশ্ববিদ্যালয় পরিবর্তন করেছেন ও ৮৮ জন অন্য বিশ্ববিদ্যালয় থেকে বশেমুরবিপ্রবিতে ভর্তি পরিবর্তন করেছেন। পরবর্তীতে ফাঁকা আসনের জন্য ২৬ নভেম্বর তৃতীয় মেধাতালিকায় থাকা শিক্ষার্থীদের ভর্তি আহবান করা হয়। এতে মোট ভর্তি হয় ২০২ জন শিক্ষার্থী।