দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : হামদর্দ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসন্তের মনোমুগ্ধকর আগমনী বার্তা নিয়ে মন ভরে উঠেছিলো ঐতিহ্যবাহী পিঠা-পুলির সুবাসে। গতকাল মঙ্গলবার হামদর্দ বিশ্ববিদ্যালয়ে সহস্র বছরের ঐতিহ্য ধারণ করে, বাংলার চিরাচরিত ‘বসন্তবরণ ও পিঠা উৎসব’ অনুষ্ঠিত হয়। শীতের বিদায়ী আমেজে সবাইকে একত্রিত করতে এ উৎসবের আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা তাদের নিজ নিজ স্টল গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী পিঠার এক অপূর্ব সমারোহ সাজিয়ে তুলেছিলেন। স্টলগুলো ছিলো বর্ণিল পিঠায় সুসজ্জিত, তেমনি স্টলগুলোর নামকরণে মনোযোগ আকর্ষণ করছিলো সবার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী। আরো উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. আবুল খায়ের, পরীক্ষা নিয়ন্ত্রক মো. নূরুল হুদা, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. জুবাইর-আরেফীন ও বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
উৎসবের প্রথম অংশে পিঠা উৎসব এবং দ্বিতীয় অংশে বসন্তবরণ অনুষ্ঠিত হয়। হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের হল রুমে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, গান ও নাচের মাধ্যমে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানের পিঠা উৎসবে বিভিন্ন বিভাগের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।