পদ ও যোগ্যতা : ২০২৩ বি ডিইও ব্যাচে কমিশন্ড অফিসার। ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখায় (পুরুষ) ১ জুলাই ২০২৩ তারিখে বয়স অনূর্ধ্ব ২৮ বছর।
শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে নেভাল আর্কিটেকচার/মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষাতেই জিপিএ ৪.৫০ এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং-এ সিজিপিএ ৩.০০ (৪ পয়েন্ট স্কেলে) থাকতে হবে। হতে হবে অবিবাহিত। সাপ্লাই শাখায় (পুরুষ ও মহিলা) ১ জুলাই ২০২৩ তারিখে বয়স অনূর্ধ্ব ২৮ বছর।
শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বাণিজ্য, অর্থনীতি, পরিসংখ্যান বিষয়ে সম্মানসহ স্নাতক অথবা বিবিএ পাস।
এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষাতেই জিপিএ ৪.৫০ এবং স্নাতক সম্মান বা বিবিএতে সিজিপিএ ৩.০০ (৪ পয়েন্ট স্কেলে) থাকতে হবে। হতে হবে অবিবাহিত। শিক্ষা শাখা (পুরুষ ও মহিলা) ১ জুলাই ২০২৩ তারিখে বয়স অনূর্ধ্ব ৩০ বছর। ব্যারিস্টার বা আইন বিষয়ে পিএইচডি ডিগ্রিধারীদের বেলায় বয়সসীমা শিথিলযোগ্য।
শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বাংলা, ইংরেজি, পদার্থ, গণিত, রসায়ন, মনোবিজ্ঞান বা আইন বিষয়ে সম্মানসহ স্নাতক পাস। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষাতেই জিপিএ ৪.৫০ এবং স্নাতক সম্মান এ সিজিপিএ ৩.০০ (৪ পয়েন্ট স্কেলে) থাকতে হবে। বিবাহিত বা অবিবাহিত।
শিক্ষা শাখা ইঞ্জিনিয়ারিং (পুরুষ ও মহিলা) ১ জুলাই ২০২৩ তারিখে বয়স অনূর্ধ্ব ৩০ বছর।
পাবলিক বা প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বা আর্কিটেকচার বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষাতেই জিপিএ ৪.৫০ এবং বিএসসি ইঞ্জিনিয়ারিংএ সিজিপিএ ৩.০০ (৪ পয়েন্ট স্কেলে) থাকতে হবে। বিবাহিত বা অবিবাহিত।
সবগুলো পদের ক্ষেত্রেই পুরুষ প্রার্থীদের ন্যূনতম শারীরিক যোগ্যতার ক্ষেত্রে উচ্চতা ১৬২.৫ সেন্টিমিটার বা ৫ ফুট ৪ ইঞ্চি। ওজন প্রায় ৫০ কেজি বা ১১০ পাউন্ড এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ০.৭৬ সেন্টিমিটার (৩০ ইঞ্চি), প্রসারণে ০.৮১ মিটার (৩২ ইঞ্চি)। চোখের দৃষ্টি ৬/৬।
প্রার্থীদের ন্যূনতম শারীরিক যোগ্যতার ক্ষেত্রে উচ্চতা ১৫৭.৪৮ সেন্টিমিটার বা ৫ ফুট ২ ইঞ্চি। ওজন প্রায় ৪৭ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৭১ সেন্টিমিটার (২৮ ইঞ্চি), প্রসারণে ৭৬ সেন্টিমিটার (৩০ ইঞ্চি)।
বেতন ও ভাতা : সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাদিসহ সশস্ত্রবাহিনীর বেতনক্রম অনুযায়ী। এই (www.joinnavy.navy.mil.bd) ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ১০ জানুয়ারি ২০২৩ পর্যন্ত।
যোগাযোগ : পরিচালক, পার্সোনেল সার্ভিসেস পরিদপ্তর, নৌবাহিনী সদর দপ্তর, বনানী, ঢাকা।