বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার। আলোচনা সভায় ধন্যবাদ জ্ঞাপন করে রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলম।
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বাউবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল।
আলোচক হিসেবে বক্তব্য দেন সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের ডিন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, সহযোগী অধ্যাপক ড. চাঁদ সুলতানা কাওসার, ওপেন স্কুলের সহকারী অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের সহকারী অধ্যাপক মো. শাহীন আলম এবং প্রভাষক সিয়াম হুসাইন শুভ।
সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. কে. এম. রেজানুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক ড. মো. শহীদুর রহমান।
আলোচনা সভার সঞ্চালনা করেন সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ।