দৈনিক শিক্ষাডটকম ডেস্ক : বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির (বাউয়েট) নতুন রেজিস্ট্রার হিসেবে গত ২০ এপ্রিল যোগদান করেছেন অবসরপ্রাপ্ত লে. কর্ণেল শেখ সানি মোহাম্মদ তালহা। তিনি লে. কর্ণেল শেখ শামীম হোসেনের (অব.) স্থলাভিষিক্ত হলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুজ্জামান এক অনাঢ়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে দায়িত্ব প্রদান করেন। বাউয়েটে যোগদানের পূর্বে তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে ডিপার্টমেন্ট অব সোসিওলজির চেয়ারম্যান এবং কাউন্সিল এন্ড প্লেইসমেন্ট সেন্টারের এডিশনাল ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন।
লে. কর্ণেল শেখ সানি মোহাম্মদ তালহা খুলনা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৭২ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে ১৯৮৯ খ্রিষ্টাব্দে এসএসসি, ১৯৯১ খ্রিষ্টাব্দে এইচএসসি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৩ খ্রিষ্টাব্দে বিএসসি ডিগ্রি প্রাপ্ত হন।
তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে সেকেন্ড লেফটেনেন্ট হিসেবে ১৯৯৩ খ্রিষ্টাব্দে কমিশনপ্রাপ্ত হন। তিনি দেশ ও দেশের বাইরে বিভিন্ন প্রশিক্ষণ, নিরীক্ষণ ও প্রেষণে নিয়োজিত ছিলেন। দেশের বাইরে তিনি চীন, থাইল্যান্ড, কুয়েত, সৌদি আরব, মিশর, আইভরি কোস্ট এবং ভারত সফর করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই মেয়ের পিতা। তিনি সকলের দোয়া প্রার্থী।