বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (বাকবিশিস) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী মে মাসে চতুর্থ শিল্পবিপ্লব ও এসডিজি বিষয়ক কর্মশালার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। শনিবার সকালে সভাটি অনুষ্ঠিত হয় এশিয়াটিক সোসাইটি মিলনায়তনে।
সংগঠনের সভাপতি অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীরের সঞ্চালনায় সারাদেশ উপদেষ্টা পরিষদের সদস্য ও কার্যনির্বাহী কমিটির ৫৯ জন সদস্য এতে উপস্থিত ছিলেন। বিশ্ব শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মাহফুজা খানমও এসময় উপস্থিত ছিলেন।
সাধারণ সম্পাদক আগামী ২০২৩ খ্রিষ্টাব্দের কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। সার্বিক আলোচনা শেষে আগামী ৫ ও ৬ মে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে বলে নির্ধারণ করা হয়। প্রশিক্ষণে চতুর্থ শিল্পবিপ্লব ও এসডিজি বিষয়ক কর্মশালায় সারাদেশ থেকে শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করবেন। কর্মশালাটি বিষয় বিশেষজ্ঞসহ শিক্ষা সংশ্লিষ্টদের সমন্বয়ে অনুষ্ঠিত হবে।