জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 'কার্যকর বাজেট এবং বাজেট নিয়ন্ত্রণ’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইকিউএসি। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. আইন-উল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপস্থিত উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।
প্রশিক্ষণের কারিগরি সেশনের প্রথম অংশ পরিচালনা করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের বাজেট অফিসার মোহাম্মদ হূমায়ন কবির। দ্বিতীয় অংশ পরিচালনা করেন একই প্রতিষ্ঠানের অ্যাকাউন্টিং অ্যান্ড ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্টের প্রধান এম. আমিনুর।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জবি আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. সরোয়ার আলম এবং মডারেটররের দায়িত্বে ছিলেন অতিরিক্ত পরিচালক ড. মো. রফিকুল ইসলাম।