আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হচ্ছে না। জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনার অফিস থেকে পাওয়া মতামতের আলোকে আইনটি সংশোধন করা হচ্ছে। এ আইনের অপব্যবহার রোধে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে। সেজন্য মতামতগুলোর পর্যালোচনার কাজ চলছে। গতকাল
রবিবার ঢাকার মহাখালীতে ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘ডিজিটাল আইন ও মতপ্রকাশের স্বাধীনতা’ বিষয়ে এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর অফিস এবং ব্র্যাক ইউনিভার্সিটি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
আইনটি সংশোধনে জাতিসংঘের সঙ্গে আলোচনা চলছে জানিয়ে আইনমন্ত্রী বলেন, সরকার ডিজিটাল নিরাপত্তা আইনের বিষয়ে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনার অফিসের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছে। তাদের কিছু ইনপুট পেয়েছে এবং এটি পর্যালোচনা করছে।
বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস আলোচনায় বলেন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনে বাংলাদেশ সরকারকে সহায়তা করতে কারিগরি মন্তব্য প্রদান করেছে।