স্কুলে ক্লাসের টিফিনের ফাঁকে বান্ধবীরা মিলে গিয়েছিল এক বান্ধবীর জন্মদিনের দাওয়াত খেতে। সেখানে মজার করে খাওয়াও হয়েছে ইলিশ-খিচুড়ি। এরপর বাকি ক্লাসগুলো করতে স্কুলে ফিরে আসে ওই ছাত্রীরা। খাদ্যের বিষক্রিয়ায় ক্লাসের মধ্যে একে একে অসুস্থ হয়ে পড়ে ৭ জন। পরে তাদের নেওয়া হয় হাসপাতালে। বুধবার দুপুর আড়াইটার দিকে রাজবাড়ীর কালুখালী উপজেলার দামুকদিয়া দুর্গাপুর আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
অসুস্থরা হলো— প্রীতি, সুরভি, অন্তরা, তিশা, হিয়া, রাফিয়া ও আঁখি। এদের মধ্যে প্রথম পাঁচজনকে রাজবাড়ী সদর হাসপাতালে এবং রাফিয়া আখিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি উপজেলার মদাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে।
দামুকদিয়া দুর্গাপুর আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবাইদুর রহমান জানান, টিফিনের সময় সহপাঠী স্নিগ্ধার জন্মদিনের দাওয়াত খেতে স্নিগ্ধার বাড়িতে যায় ১৩ জন বান্ধবী। সেখানে ওই ছাত্রীরা ইলিশ ও খিচুড়ি খেয়েছিল। পরে স্কুলে আসার পর সবাই অসুস্থ হয়ে পড়ে।
রাজবাড়ী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারিয়া আক্তার বলেন, ‘খাদ্য বিষক্রিয়ায় স্কুলছাত্রীরা অসুস্থ হয়েছে। দুজন বেশি অসুস্থ হওয়ায় তাদের ফরিদপুরে রেফার্ড করা হয়েছে। বাকি পাঁচজন রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন। তারা আশঙ্কামুক্ত।’