বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনসহ বাফুফের তিন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সোমবার হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
সালাউদ্দিন ছাড়া অভিযুক্ত বাকি দুইজন হলেন-বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।
ফিফা ও সরকার থেকে পাওয়া টাকা বাফুফে কোথায় খরচ করেছে তার হিসাব তদন্ত করে চার মাসের মধ্যে দাখিল করতে নির্দেশ দিয়েছে আদালত। বিদেশি ফান্ডের টাকা পাবলিক ফান্ড হিসেবেই বিবেচিত, তাই সেই টাকার হিসাব থাকতে হবে বলে মন্তব্য করে আদালত। অভিযোগ অনুসন্ধানে বাফুফের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট।
আদালতে আজ রিটের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। দুর্নীতি দমন কমিশন দুদকের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ।
গতকাল রোববার এ রিট দায়ের করা হয়। এর আগে গত ৩ এপ্রিল এ বিষয়ে দুদকে আবেদন করেছিলেন ব্যারিস্টার সুমন।
গত ১৪ মে আর্থিক অনিয়ম এবং কাগজ জালিয়াতির দায়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে দুই বছরের জন্য সব ধরনের কার্যক্রম থেকে নিষিদ্ধ করে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ লাখ টাকা জরিমানাও করা হয় তাকে।