দৈনিক শিক্ষাডটকম, কুমিল্লা : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার দাফন কুমিল্লায় সম্পন্ন হয়েছে। আজ শনিবার বিকেলে কুমিল্লা সরকারি কলেজ মাঠ ও গ্রামের বাড়ি শহরতলীর শাসনগাছা এলাকায় দ্বিতীয় জানাজা শেষে বাবার কবরের পাশে সমাহিত করা হয়েছে।
এসব তথ্য জানান অবন্তিকার একমাত্র ভাই জাবিদ জাওয়াদ অপুর্ব। তিনি বলেন, আমার প্রয়াত বাবার কর্মস্থল ছিল কুমিল্লা সরকারী কলেজ। তাই সেখানে প্রথম জানাজা দেওয়ার পর গ্রামের বাড়িতে মরদেহ নেওয়া হয়। বিকেল ৪টার দিকে বাবার কবরের পাশে আপুকে (অবন্তিকা) সমাহিত করে আসি। জানাজায় অবন্তিকার সহপাঠি, শিক্ষক ও এলাকার লোকজন অংশ নেন। এর আগে ময়নাতদন্তের পর দুপুরে মরদেহ নগরীর বাসায় নেওয়া হয়।
এর আগে গত তিন দিন আগে অবন্তিকা ঢাকা থেকে কুমিল্লা নগরীর বাগিচাগাও এলাকার অরণি নামের বাসায় আসেন। শুক্রবার রাত সাড়ে ৯টার বাসার একটি কক্ষে গিয়ে দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। আত্মহত্যার আগে তিনি তার ফেসবুক স্ট্যাটাসে তার মৃত্যুর জন্য সহপাঠি আম্মান সিদ্দিকীর অনৈতিক প্রস্তাব এবং সহকারী প্রক্টর দ্বীন ইসলামের নানা কটুক্তির বিষয়টি তুলে ধরেন।