ফরিদপুরের আলফাডাঙ্গায় বাবার লাশ বাড়িতে রেখে শান্তা ইসলাম নামের এক এইচএসসি পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। মঙ্গলবার ছিলো ইংরেজি প্রথম পত্র পরীক্ষা। সে আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষা শেষে বাড়ি ফিরলে বিকেলে তার বাবার জানাজা ও দাফন কাজ শেষ করা হয়েছে।
শান্তা ইসলাম আলফাডাঙ্গার কামারগ্রামে অবস্থিত কামারগ্রাম আদর্শ ডিগ্রি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী। সকালে বাবার মৃত্যুর পর বাবার লাশ বাড়িতে রেখে এক আত্মীয়ের সঙ্গে পরীক্ষা দিতে যায় সে।
পারিবারিক সূত্রে জানা যায়, আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের পানাইল এলাকার বাসিন্দা মো. মাহামুদ শেখ (৬২) মঙ্গলবার সকাল ৮টার দিকে নিজ বাড়িতে মারা যান।
ৎআলফাডাঙ্গা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এম এম মজিবুর রহমান দৈনিক শিক্ষাডটকমকে জানান, কেন্দ্র সচিবের মাধ্যমে মেয়েটির খোঁজ খবর নিয়েছি। শান্তা নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে পরীক্ষায় অংশ নিয়েছেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রজত বিশ্বাস দৈনিক শিক্ষাডটকমকে বলেন, তার বাবার মৃত্যুর বিষয়টি আমরা পরীক্ষা কেন্দ্রে আসার পর জানতে পেরেছি। সহপাঠীদের সঙ্গে বসে পরীক্ষা দিয়েছেন তিনি। আমরা চেয়েছিলাম, সে সবার সঙ্গে স্বাভাবিকভাবেই পরীক্ষা দিক। তবে তাকে শোকাহত দেখেছি।