ফরিদপুর সদর উপজেলার একটি গ্রামে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছেন অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রী।
রোববার বিকেলে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন ঢালী এ বিয়ে বন্ধ করেন। এসময় মেয়ের বয়স ১৮ পূর্ণ হওয়ার আগে তার বিয়ের আয়োজন করবে না বলে অভিভাবককে লিখিতভাবে অঙ্গীকার করান ইউএনও।
সদর ইউএনও লিটন ঢালী বিষয়টি নিশ্চিত করে দৈনিক শিক্ষাডটকমকে বলেন, সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কাচারদিয়া গ্রামের অষ্টম শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্রীর বাল্যবিয়ে হচ্ছিলো বলে খবর পাই। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফোর্সসহ ঘটনাস্থলে যাই। তাৎক্ষণিক বিয়ের আয়োজন বন্ধ করে দেয়া হয়। পরবর্তীতে ওই স্কুলছাত্রীর মা ও বাবার মুচলেকা নেয়া হয়। একইসঙ্গে মেয়ের বয়স ১৮ পূর্ণ হওয়ার আগে তার বিয়ের আয়োজন করবেন না বলে লিখিতভাবে অঙ্গীকার করানো হয়।