পিরোজপুরের কাউখালীতে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছেন সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক মাদরাসা ছাত্রী। গতকাল শুক্রবার বিকেলে কাউখালী উপজেলার চিড়াপাড়া গুচ্ছ গ্রামে ওই ছাত্রীর বাড়িতে বিয়ের আয়োজন চলছিলো। তবে, কাউখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানার হস্তক্ষেপে ওই ছাত্রীর বিয়ে বন্ধ করা হয়েছে।
স্থানীয়রা জানান, কেন্দ্রীয় আলিম মাদরাসার সপ্তম শ্রেণিতে পড়ুয়া (১৩) ওই ছাত্রীর সঙ্গে জেলার নাজিরপুর উপজেলার হাফিজুর রহমান (২৭) নামের এক যুবকের বিয়ের প্রস্তুতি চলছিল। এমন খবর পেয়ে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টুকে সঙ্গে নিয়ে ওই ছাত্রীর বাড়িতে হাজির হন। এসময় বরপক্ষ তাদের উপস্থিতিতি টের পেয়ে পালিয়ে যায়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কনের পরিবারকে মৌখিকভাবে সতর্ক করে বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দেন। বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত ওই ছাত্রীর বিয়ে দেবেন না বলেও অঙ্গীকার করেছেন তার অভিভাবক।