বাস চালানোর সময় অজ্ঞান চালক, সহপাঠীদের যেভাবে বাঁচালেন ডিলন রিভস - দৈনিকশিক্ষা

বাস চালানোর সময় অজ্ঞান চালক, সহপাঠীদের যেভাবে বাঁচালেন ডিলন রিভস

দৈনিকশিক্ষা ডেস্ক |

স্কুলবাসে বাড়ি ফিরছিল শিক্ষার্থীরা। বাস চালাতে চালাতে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন চালক। বিষয়টি লক্ষ করেছিল বাসের সামনের দিকের আসনে বসে থাকা সপ্তম শ্রেণির শিক্ষার্থী ডিলন রিভস। বাস যখন রাস্তা থেকে বেরিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময়ই স্টিয়ারিং ধরে রিভস। তারপর বাসের ইঞ্জিন বন্ধ করে দেয় সে। এতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় বাসটি। গত বুধবার (২৬ এপ্রিল) ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে। খবর সিএনএন।  

ওয়ারেন স্কুলের সুপারিনটেনডেন্ট রবার্ট ডিলন জানান, রিভস ওয়ারেন এর লোইস ই. কার্টার মিডল স্কুলের একজন ছাত্র। বুধবার বিকেলে স্কুল শেষে একটি বাসে বাড়ি যাওয়ার সময় খুব দ্রুত পদক্ষেপ নিতে পেরেছিল, যা তার "সাহস ও পরিপক্কতার পরিচয় দেয়। 

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলন লিভারনয়েস বলেন, বাস চালক গাড়ি চালানোর সময় "কিছুটা মাথা ঘোরা" অনুভব করেছিলেন এবং "হোম বেস"কে সতর্ক করে প্রোটোকল অনুসরণ করেছিলেন। তিনি জানিয়েছিলেন যে তার শরীর খারাপ লাগছে এবং পরিবহন বিভাগ তাকে সহায়তার জন্য কাউকে পাঠানোর অনুমতি দিয়েছে।

কিন্তু চালক যেখানে গাড়ি পার্ক করার পরিকল্পনা করেছিলেন সেখানে পৌঁছানোর আগেই অজ্ঞান হয়ে যান এবং বাসটি চলন্ত অবস্থায় ট্র্যাফিকের দিকে যেতে শুরু করে।

লিভারনয়েস আরও বলেন, রিভস প্রায় পাঁচ সারি পিছনে বসেছিলো। যখন সে বাস চালককে অজ্ঞান হতে দেখে তখন সে তার সিট থেকে লাফিয়ে উঠে দৌড়ে বাসের সামনে যায়, স্টিয়ারিংটি ধরে এবং বাসটিকে রাস্তার মাঝখানে একটি স্টপেজে নিয়ে আসে।

পুলিশ জানিয়েছে, চালক জ্ঞান হারানোর খবরে বাসের অন্য শিক্ষার্থীরা কান্নাকাটি শুরু করে দেয়। তবে এই দৃশ্য দেখার পরেও নিজেকে স্থির রেখেছিল রিভস। তারপর ছুটে গিয়ে বাসের স্টিয়ারিং ধরে সে। ব্রেক কষে বাসটিকে থামায়। তার পর ইঞ্জিন বন্ধ করে দেয়।

পরে রিভসই জরুরি সেবা নম্বর ৯১১-তে ফোন করে বিষয়টি জানায়। এরপরই চালককে এসে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। বাসের ভিতরে ৬৬ জন শিক্ষার্থী ছিল। সকলেই আতঙ্কিত হয়ে পড়েছিল বলে স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানান। কিন্তু রিভস ঠান্ডা মাথায় বিষয়টি সামলেছিল।

পুলিশ কর্মকর্তা রবার্ট লিভারনয়েস বলেন, “সপ্তম শ্রেণির শিক্ষার্থী দ্রুত স্টিয়ারিং ধরার সিদ্ধান্ত না নিলে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত।”

রিভসের এই সাহসিকতার জন্য গোটা স্কুল তার প্রশংসায় পঞ্চমুখ। পুলিশও রিভসের সাহসিকতার প্রশংসা করেছে।

যেসব চাকরির পরীক্ষা স্থগিত - dainik shiksha যেসব চাকরির পরীক্ষা স্থগিত কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার - dainik shiksha কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার উত্তরায় গুলিতে ২ শিক্ষার্থী নিহত - dainik shiksha উত্তরায় গুলিতে ২ শিক্ষার্থী নিহত ছাত্রলীগ আক্রমণ করেনি, গণমাধ্যমে ভুল শিরোনাম হয়েছে - dainik shiksha ছাত্রলীগ আক্রমণ করেনি, গণমাধ্যমে ভুল শিরোনাম হয়েছে সহিংসতার দায় নেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন - dainik shiksha সহিংসতার দায় নেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জবিতে আজীবনের জন্য ছাত্র রাজনীতি বন্ধের আশ্বাস প্রশাসনের - dainik shiksha জবিতে আজীবনের জন্য ছাত্র রাজনীতি বন্ধের আশ্বাস প্রশাসনের মোবাইল ইন্টারনেট বন্ধের কারণ জানালেন পলক - dainik shiksha মোবাইল ইন্টারনেট বন্ধের কারণ জানালেন পলক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0030920505523682