দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ডিএল ইডি প্রার্থীদের জয় হলো। অবসান ঘটলো বহুদিন এবার থেকে শুধু মাত্র বিএল ইডিএবং বিজিবি প্রশিক্ষণ প্রাপ্ত বয়স্ক পরীক্ষার্থীরাই বসতে পারবে টেট (প্রাথমিক শিক্ষক পদে যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা)।
শুক্রবার ভারতের সুপ্রিম কোর্টের তরফ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে।
এই বিষয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশকে খারিজ করেছে সুপ্রিম কোর্ট। বিএড প্রার্থীরা এবার শুধু মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরেই নিয়োগ পরীক্ষায় বসতে পারবেন। এবার থেকে এই সিদ্ধান্তই সারা দেশ জুড়ে বহাল থাকবে বলে জানানো হয়েছে।
এতদিন জাতীয় শিক্ষক শিক্ষণ পর্ষদ এর নিয়মানুযায়ী, বিএড প্রার্থীরা প্রাথমিক পরীক্ষায় আবেদন করে বসার সুযোগ পেয়ে এসেছেন। হাজার হাজার বিএড প্রার্থীরা প্রাথমিক পরীক্ষায় বসেছেন এবং সুযোগও পেয়েছেন। যার ফলে অধিকাংশ ডিএল ইডি এবং ডিএড প্রার্থীরা এই পরীক্ষার যোগ্য প্রার্থী হয়েও পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার অর্ধেক সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। তবে সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ব্যাপক প্রভাবিত হবে। কিন্তু ইতিমধ্যে যেসব বিএড প্রার্থী প্রাথমিক শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছেন এবং আবেদন করেছেন তারা চরম সমস্যায় পড়বেন।