বিএনপির শাসনামলে আইনের শাসনের ‘আ’-ও ছিল না বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল হক। তিনি বলেন, কোনো সরকারের আমলে মামলাজট নিরসনের চেষ্টা করা হয়নি। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে মামলাজট কমানোর চেষ্টা করছে।
আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আইনজীবীদের মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করে আনিসুল হক বলেন, আমি যখন এই প্রোগ্রামের কার্ড দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গিয়েছি। তখন তিনি বলেছিলেন, আমার বাড়িতে আমাকেই কার্ড দিতে হবে?
আইনমন্ত্রী বলেন, আমাদের অস্তিত্ব আপনার (প্রধানমন্ত্রী) অস্তিত্বের ওপর নির্ভর করে। কারণ, আপনি আইনের শাসন পরিচালনাকারী।