দৈনিক শিক্ষাডটকম, আদালত প্রতিবেদক : রাজধানীর পৃথক দুই থানার নাশকতার মামলায় বিএনপির ২৯ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত। রোববার বিকেলে ঢাকার পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই রায় ঘোষণা করেন।
ক্যান্টনমেন্ট থানার নাশকতার মামলায় বিএনপি'র ১০ নেতাকর্মীর প্রত্যেককে পৃথক তিন ধারায় ১৩ মাস করে কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১১ জনকে খালাস দেয়া হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবিরের আদালত এ রায় দেন।
আসামিরা হলেন, আবু তালহা, প্রিন্সিপাল লিয়াকত আলী, জিহাদ আল সিফাত, তারিকুর রাজ্জাক ওরফে তারেক, তারিকুল ইসলাম তালুকদার, রনি, তুহিন, কবির, সাদ্দাম হোসেন রাব্বি ও সফুর উদ্দিন ওরফে সফু।
দণ্ডবিধি আইনের দুই ধারায় ৬ মাস করে ১২ মাস এবং আরেক ধারায় তাদের এক মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে। ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে নাশকতার অভিযোগে ক্যান্টনমেন্ট থানায় মামলাটি দায়ের করা হয়।
সূত্রাপুর থানার নাশকতার মামলায় বিএনপি ১৯ নেতাকর্মীর প্রত্যেককে দুই বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহর আদালত এ রায় দেন। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেকের পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায় দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
আসামিরা হলেন, মো. আব্দুল সাত্তার মো. দেলোয়ার হোসেন, মো. নাজির, মো. জাবেদ কামাল রুবেল, কাজী মফিজুর রহমান কাওছার, এম এ হক সবুজ, মো. সোহেল, আক্তার হোসেন, মো. ফয়সাল, কামরুল হাসান নয়ন,এম এ হক সবুজ, নাজির আহমেদ, আক্তার হোসেন ওরেফ আকতু, কাজী মফিজুর রহমান কাওছার, মো. মমতাজুল হক লিটন, ইয়াসিন জাবেদ, কামরুল হাসান ওরেফ নয়ন, মো. সোহেল ও মো. মমতাজ।
২০১৮ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর মাসে নাশকতার অভিযোগে সুত্রাপুর থানায় মামলাটি দায়ের করা হয়।