আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি আবারো অগ্নি সন্ত্রাসের বার্তা দিচ্ছে। গতকাল জামায়াতে ইসলামী ঢাকায় সমাবেশ করেছে। সমাবেশে করে তারা ঘোষণা দিয়েছে তারা আগামী নির্বাচন প্রতিহত করবে। এটি আসলে বিএনপি তাদেরকে দিয়েই এই ঘোষণা দিয়েছে। এই ঘোষণাটা বিএনপি জামায়াতকে দিয়েই দিয়েছে এবং এটির মানে কি আবার অগ্নি সন্ত্রাসের নৈরাজ্য শুরু করবে তারা। সেটির ইঙ্গিত তাদের মিটিং থেকে দেয়া হয়েছে।
রোববার নীলফামারী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, যখন দেশ এগিয়ে যাচ্ছে তখন নানামূখী দেশি-বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে। যখন বঙ্গবন্ধু যুদ্ধবিদ্ধস্ত দেশকে পূর্ণগঠিত করে যখন সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। আগামী ৬ মাস পরে নির্বাচন। নির্বাচনে জয়লাভ করার অন্যমত প্রধান নিয়ামক শক্তি হচ্ছে সাংগঠনিক শক্তি। সংগঠন যেখানে শক্তিশালী আওয়ামী লীগকে সেখানে পরাজিত করার ক্ষমতা কারো নেই। আওয়ামী লীগ যেখানে ঐক্যবদ্ধ সংগঠন, যেখানে শক্তিশালী, সেখানে আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত।
তিনি আরো বলেন, বিশেষ পরিস্থিতি তৈরি করে তারা ঘোলা পানিতে মাছ স্বীকার করতে চায়। তারা জানে যে নির্বাচনে তাদের সম্ভাবনা নেই, সেটি জেনেই তারা নির্বাচন ভুন্ডুল করার জন্য অপচেষ্টা চালাচ্ছে এবং প্রস্তুতি নিচ্ছে সেটি এবার তাদেরকে করতে দেয়া হবে না।
অনুষ্ঠানে উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক।