বিএম কলেজে নতুন উপাধ্যক্ষের যোগদানে বাধা - দৈনিকশিক্ষা

বিএম কলেজে নতুন উপাধ্যক্ষের যোগদানে বাধা

আমাদের বার্তা, বরিশাল |

বরিশাল সরকারি বিএম (ব্রজমোহন) কলেজের সদ্য নিয়োগ পাওয়া উপাধ্যক্ষ অধ্যাপক ড. ফাতেমা হেরেনকে যোগদানে বাধা দিয়েছেন শিক্ষার্থীরা। রোববার (৬ অক্টোবর) তিনি কলেজে যোগদান করবেন এমন খবরে প্রশাসনিক ভবন ঘেরাও করে বিক্ষোভ ও মানববন্ধন করে শিক্ষার্থীরা। পরবর্তীতে অধ্যক্ষের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন তারা।

সকালে ওই বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি শুরু হয়। পরে ঘণ্টাব্যাপী প্রশাসনিক ভবন ঘেরাও করে রাখেন বিক্ষোভকারীরা৷ এ সময় বাইরে থেকে কেউ ভিতরে প্রবেশ করতে পারেনি। পরবর্তীতে বিক্ষোভকারী শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল অধ্যক্ষের কাছে স্মারকলিপি দেন।

শিক্ষার্থীদের অভিযোগ অধ্যাপক ফাতেমা হেরেন সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলো। তিনি আওয়ামী লীগপন্থী বরিশালের সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্যদের সঙ্গে প্রকাশ্যে যোগাযোগ রক্ষা করতেন। একই সঙ্গে তিনি ছাত্রদের আন্দোলনের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে এর বিরোধিতা করে বিভিন্ন পোস্ট করেছেন বলে অভিযোগ করা হচ্ছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিএম কলেজের সমন্বয়ক সাব্বির আহমেদ বলেন, অধ্যাপক ফাতেমা হেরেন সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলো। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপরীতে অবস্থান নিয়েছেন প্রকাশ্যে। তিনি ইসলাম বিরোধী বিভিন্ন পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন। বনমালী গাঙ্গুলিতে সুপার থাকাকালীন তার স্বেচ্ছাচারিতার চরম আকার ধারণ করেছিলো। এ কারণে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তিনি পদত্যাগ করেন সেখান থেকে। তাকে পুনরায় বিএম কলেজের উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে যেটা সাধারণ শিক্ষার্থীরা মানছে না।

বিক্ষোভকারী শিক্ষার্থী সুবর্ণা খানম বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানকালীন বিতর্কিত ভূমিকা রাখা কোন শিক্ষক বিএম কলেজের উপাধ্যক্ষের আসনে বসতে পারেন না। আমরা সরকারি এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছি এবং শিক্ষা উপদেষ্টার প্রতি আহ্বান জানাচ্ছি যেনো দ্রুত তার নিয়োগ বাতিল করা হয়।

শিক্ষার্থীদের বিক্ষোভের ব্যাপারে অধ্যাপক ফাতেমা হেরেন বলেন, আমি শিক্ষকতা করি এবং সরকারের সব বিধিনিষেধ মেনে চলেছি। আন্দোলনরত শিক্ষার্থীদের কেউ ভুল বুঝাচ্ছে। তাই তারা না বুঝে এ আন্দোলন করছে।

কলেজ অধ্যক্ষ ড. শেখ মো. তাজুল ইসলাম দৈনিক শিক্ষাডটকমকে জানান, শিক্ষার্থীরা দীর্ঘক্ষণ বিক্ষোভ শেষে আমার কাছে একটি স্মারকলিপি দিয়ে গেছেন। আমি সেটি যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানোর ব্যবস্থা করবো।

ইএফটিতে বেতন দিতে এমপিও আবেদনের সময় এগোলো - dainik shiksha ইএফটিতে বেতন দিতে এমপিও আবেদনের সময় এগোলো জবিতে ভর্তির প্রাথমিক আবেদন শুরু ১ ডিসেম্বর - dainik shiksha জবিতে ভর্তির প্রাথমিক আবেদন শুরু ১ ডিসেম্বর সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি: দশ দিনে আবেদন প্রায় ৬ লাখ - dainik shiksha সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি: দশ দিনে আবেদন প্রায় ৬ লাখ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যের কমিটি ঘোষণা - dainik shiksha বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যের কমিটি ঘোষণা কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে ধারণা বাড়াতেই পাঠ্যক্রমে তথ্য অধিকার আইন বিষয় যুক্ত: এনসিটিবি চেয়ারম্যান - dainik shiksha ধারণা বাড়াতেই পাঠ্যক্রমে তথ্য অধিকার আইন বিষয় যুক্ত: এনসিটিবি চেয়ারম্যান কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক শিক্ষক নিবন্ধন ভাইভা: ২১তম দিনে যেসব প্রশ্নের মুখোমুখি - dainik shiksha শিক্ষক নিবন্ধন ভাইভা: ২১তম দিনে যেসব প্রশ্নের মুখোমুখি সরকারি কলেজ প্রদর্শকদের পদোন্নতির খসড়া প্রকাশ - dainik shiksha সরকারি কলেজ প্রদর্শকদের পদোন্নতির খসড়া প্রকাশ সুইডেনে স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ - dainik shiksha সুইডেনে স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ পঞ্চমে ফিরছে বৃত্তি পরীক্ষা, বার্ষিকে ৪ স্তরে মূল্যায়ন - dainik shiksha পঞ্চমে ফিরছে বৃত্তি পরীক্ষা, বার্ষিকে ৪ স্তরে মূল্যায়ন দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0035750865936279