বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ২০২৪ সালের মার্চে রেসিডেন্সি ফেইজ কোর্সে বিভিন্ন অনুষদে ভর্তির সুযোগ পাবেন মোট ১৭৪ জন বিদেশি শিক্ষার্থী।
সোমবার (২৬ জুন) বিএসএমএমইউর বিদেশি শিক্ষার্থীদের বিভাগভিত্তিক ভর্তি সংক্রান্ত হালনাগাদ তালিকায় এ তথ্য জানানো হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেনের সই রয়েছে।
হালনাগাদ করা ওই তালিকায় বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের অধীনে বিভিন্ন বিভাগে ৫৪ জন, পেডিয়াট্রিকস অনুষদে ২১ জন, সার্জারিতে ৫৭ জন, বেসিক সায়েন্স ও প্যারা ক্লিনিকেলে ২৭ জন ও দন্তচিকিৎসা অনুষদে ১৫ জনসহ মোট ১৭৪ জন বিদেশি শিক্ষার্থী ভর্তি হতে পারবেন।
প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে দেশের সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজগুলোতে ব্যাপক হারে বিদেশি শিক্ষার্থী ভর্তি হচ্ছেন। তাদের মধ্যে অধিকাংশ আসছেন ভারত, নেপাল ও কাশ্মীর থেকে। সার্কভুক্ত দেশ পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভুটান ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসছেন শিক্ষার্থীরা। বর্তমানে ৬৬টি বেসরকারি মেডিক্যাল কলেজে ১০ হাজারের বেশি বিদেশি শিক্ষার্থী অধ্যয়নরত আছেন।