ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর এজলাসে বিচারক লাঞ্ছনার নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ মহিলা জজ এসোসিয়েশন। একইসঙ্গে এ ঘটনায় জড়িত আইনজীবীদের শাস্তি দাবি জানিয়েছে তারা।
সোমবার দৈনিক শিক্ষাডটকমে পাঠানো এক বিবৃতিতে এসোসিয়েশন সভাপতি সৈয়দা হোসনে আরা ও মহাসচিব আবেদা সুলতানা এ দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বিচারিক দায়িত্ব পালনকালে তার বিচারকাজে অবৈধ, বেআইনি হস্তক্ষেপ ও বাধা দেয়াসহ ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির কতিপয় আইনজীবী প্রকাশ্য আদালতে অশালীন ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। উচ্ছৃঙ্খল ও ভীতিকর পরিবেশ সৃষ্টি করেন। একইসঙ্গে কতিপয় আইনজীবী ব্রাহ্মণবাড়িয়া জেলার সৎ, দক্ষ ও বিচারকাজে আপোসহীন বিজ্ঞ জেলা ও দায়রা জজকে নিয়ে কুরুচিপূর্ণ অশালীন ভাষায় ও অশ্লীল অঙ্গভঙ্গি করে আদালত প্রাঙ্গণে স্লোগান দেন, যা অত্যন্ত মানহানিকর। এ ঘটনায় সমগ্র বাংলাদেশের বিচারকদের পাশাপাশি সাংগঠনিকভাবে বাংলাদেশ মহিলা জজ এসোসিয়েশনও চরম সংক্ষুব্ধ।
বিবৃতিতে আরও বলা হয়, উচ্ছৃঙ্খল আইনজীবীদের এ ঔদ্ধত্যপূর্ণ ও ঘৃণিত আচরণ বাংলাদেশের বিচার বিভাগের সুমহান মর্যাদাকে চরমভাবে ক্ষুণ্ন করেছে। বাংলাদেশ মহিলা জজ এসোসিয়েশন এ ঘটনায় চরম সংক্ষুব্ধ হয়ে তীব্র নিন্দা জানাচ্ছে। একইসঙ্গে ভবিষ্যতে বাংলাদেশের বিচার বিভাগের মর্যাদা অক্ষুন্ন রাখতে এ ঘটনায় জড়িত আইনজীবীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে।
এর আগে গত ২ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর এজলাসে হট্টগোল, বিচারক ও আদালতের কর্মচারীদের গালিগালাজ ও অশালীন আচরণ করা হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. তানভীর ভূঞা, সম্পাদক (প্রশাসন) মো. আক্কাস আলী ও আইনজীবী জুবায়ের ইসলামের প্রতি আদালত অবমাননার রুল দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়ে ব্যাখ্যা দিতে তিন আইনজীবীকে ১৭ জানুয়ারি হাইকোর্টে হাজির হতে বলা হয়েছে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।