দৈনিক শিক্ষাডটকম, গাজীপুর : মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং বিজ্ঞান অলিম্পিয়াডের আয়োজন করা হয়েছে। এসব মেলায় খুদে শিক্ষার্থীরা বিভিন্ন প্রকল্প নিজেরাই হাতে-কলমে দেখানোর চেষ্টা করেছে। এর ধারাবাহিকতার মাধ্যমে খুদে শিক্ষার্থীরা ভবিষ্যতে গবেষক ও বিজ্ঞানী হবে।’
তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা চত্বরে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৪ অনুষ্ঠানে এসব কথা বলেন। এ সময় সব শিক্ষাপ্রতিষ্ঠানকে এসব মেলায় অংশগ্রহণের জন্য অনুরোধ করেন তিনি।
এর আগে ‘বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি’ শ্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী। এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবীর, উপজেলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিনসহ আরও অনেকে।