বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে শুকনো পাতায় আগুন দেয়া দেখতে গিয়ে আগুনে দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সকালে পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের লাকুরতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ ফারজানা আক্তার (৯) দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। তিনি কালমেঘা ইউনিয়নের লাকুরতলা গ্রামের ফারুক খানের মেয়ে ও পূর্ব লাকুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
প্রতক্ষ্যদর্শী স্থানীয় কমিউনিটি ক্লিনিকের দায়িত্বরত কর্মকর্তা মো. ফয়সাল বলেন, বিদ্যালয়ের একটি পরিত্যক্ত ভবনে কাগজপত্র ও শুকনো পাতায় কে বা কারা আগুন লাগিয়ে দেয়। ওই আগুনের পাশে গেলে তার শরীরের কাপড়ে তাৎক্ষণিক গায়ে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে পুরো শরীরে আগুন ছড়িয়ে পড়লে আমি তাকে টেনে নিয়ে পাশের পুকুরে ঝাঁপ দেই। পরে দ্রুত পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করেন।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল হাসান বলেন, শিশুটির অবস্থা আশংকাজনক। শরীরের ৭২ ভাগ ঝলসে গেছে মেয়েটির। প্রাথমিক চিকিৎসা দিয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
এ বিষয়ে পূর্ব লাকুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা আক্তার বলেন, বিদ্যালয় ছুটি দেওয়ার পর পরিত্যক্ত ভবন হয়ে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। শিশুটিকে নিয়ে অ্যাম্বুলেন্স যোগে আমরা ঢাকার পথে। শিশুটির চিকিৎসার দায়িত্ব আমরা নিয়েছি।