মাদরাসার দাখিল শাখায় নিয়োগ পাওয়া এক শিক্ষককে আলিম শাখায় প্রভাষক পদে এমপিওভুক্ত করার আবেদন অগ্রায়ণ করায় একজন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে শোকজ করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। ওই শিক্ষা কর্মকর্তার নাম রাবেয়া খাতুন। তিনি দিনাজপুরের বিরলের উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে কর্মরত। বিধি ভেঙে এমপিওর আবেদন অগ্রায়ণ করায় তার বিরুদ্ধে কেনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হবে না তা জানতে চাওয়া হয়েছে শিক্ষা কর্মকর্তার কাছে।
সোমবার সন্ধ্যায় মাদরাসা শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা দৈনিক শিক্ষাডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল রোববার ওই শিক্ষা কর্মকর্তাকে শোকজ নোটিশ পাঠিয়েছে অধিদপ্তর।
মাদারাসা শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিরল উপজেলার বুনিয়াদপুর সিনিয়র আলিম মাদরাসার সহকারী শিক্ষক জাফরিন আক্তারকে আলিম শাখায় প্রভাষক পদে পুনঃনিয়োগ দিয়েছিলো মাদরাসা কর্তৃপক্ষ। তাকে বিধিবহির্ভুতভাবে প্রভাষক পদে পুনঃএমপিওভুক্তির আবেদন করলে তা অগ্রায়ণ করেছেন উপজলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।
শোকজ নোটিশে অধিদপ্তর উল্লেখ করেছে, বিষয়টি অনভিপ্রেত ও চরম আবহেলার সামিল। তাই কেনো তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে না তার ব্যাখ্যা আগামী সাত কর্মদিবসের মধ্যে লিখিতভাবে দিতে বলা হয়েছে শিক্ষা কর্মকর্তাকে।
জানতে চাইলে বিলের উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রাবেয়া খাতুন দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আমি এখনো শোকজ নোটিশ অফিসিয়ালি হাতে পাইনি। ওই শিক্ষক দাখিল স্তরের শিক্ষক ছিলেন, কিন্তু প্রতিষ্ঠান কর্তৃপক্ষ পরে তাকে আলিম শাখায় নিয়োগ দেয়া। তার পুনঃএমপিওভুক্তির আবেদন করা হয়েছিলো।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।